আপোষহীন দেশনেত্রী তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা বিএনপির অফিসে কালো পতাকা উত্তোলন ও শোক বই খোলা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে শোক বইতে স্বাক্ষর করে কর্মসূচি উদ্বোধন করেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা- ২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মাহমুদুল হাসান খান বাবু, সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা- ১ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মো শরীফুজ্জামান শরীফ।
এর পর পর্যায়ক্রমে বিএনপি সহ অংগসঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শোক বইতে স্বাক্ষর করেন।
এফপি/জেএস