উৎসব মুখর পরিবেশে ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ন্যায় কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দেন স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩০ জন প্রার্থী।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরের পর থেকে বিকেল ৫টা পর্যন্ত কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের কাছে এসব মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সদস্য সচিব কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী আলহাজ্ব সোহেল হোসেন কায়কোবাদ, জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন আলী, এনসিপির প্রার্থী ড. আতিক মুজাহিদ, জেলা ইসলামী আন্দোলনের প্রার্থী অধ্যক্ষ নুর বখতসহ বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থীরা।
কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাইফুর রহমান রানা, জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ইসলামী আন্দোলনের হারিসুল বারী রনি ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রাথীরা।
কুড়িগ্রাম-৩ আসনে জামায়াতে ইসলামীর ব্যারিস্টার মাহবুব সালেহী, বিএনপির মনোনীত প্রার্থী তাসভীর উল ইসলাম, ইসলামী আন্দোলনের ডা: আক্কাছ আলী, গণ অধিকার পরিষদের প্রার্থী নুরে এরশাদ সিদ্দিকী।
কুড়িগ্রাম-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজিজুর রহমান, জামায়াতে ইসলামীর প্রার্থী মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থীরা।
এতে কুড়িগ্রাম-১ আসনের মোট প্রার্থী ৬জন, কুড়িগ্রাম-২ এ ৯জন, কুড়িগ্রাম-৩ এ ৭জন এবং কুড়িগ্রাম-৪ আসনে ৮ জনসহ মোট ৩০ জন প্রার্থী। তাদের নিজ নিজ দলের এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। এসময় প্রার্থীদের সাথে তাদের নিজ নিজ দলের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এসময় সংবাদকর্মীদের ভূমিকাও ছিল গুরুত্বপূর্ণ। প্রার্থীদের সঙ্গে মতবিনিময় ও সাক্ষাৎকারের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি জনগণের সামনে তুলে ধরেন সাংবাদিকরা, যা উৎসবমুখর পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
মনোনয়ন জমা দিতে আসা বিভিন্ন দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোনো ধরনের ঝামেলা ছাড়াই তারা নির্বিঘ্নে মনোনয়নপত্র জমা দিতে পেরেছেন। এজন্য তারা জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার অন্নপূর্ণা দেবনাথ বলেন, মনোনয়ন জমা দেওয়ার শেষ মুহূর্তটিও যেন উৎসবমুখর ও শান্তিপূর্ণ থাকে-এই লক্ষ্যেই আমরা কাজ করেছি। সকলের সহযোগিতায় তা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। এর জন্য সবাইকে ধন্যবাদ।
এফপি/জেএস