সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার আত্মার শান্তি কামনায় শরীয়তপুরে কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী শহরের ধানুকা এলাকায় এ কর্মসূচির আয়োজন করেন শরীয়তপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম।
আয়োজকদের সূত্রে জানা যায়, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অনন্য ও প্রভাবশালী নাম। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। ৮০ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, ডায়াবেটিস ও হৃদরোগসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তিনি বেশ কিছুদিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ চিকিৎসা ও শারীরিক লড়াইয়ের অবসান ঘটিয়ে মঙ্গলবার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে দেশজুড়ে নেমে আসে শোকের ছায়া।
এফপি/জেএস