আপোষহীন নক্ষত্রের বিদায় দেশবাসীর প্রিয় দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন ও গণতন্ত্রের অনন্য প্রতীক বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার বিদায়ের খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রাম মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা দলীয় কার্যালয় নাসিমন ভবনে ছুটে আসেন। কার্যালয় একটি হৃদয়বিদারক, আবেগমাখা পরিবেশে পরিণত হয়।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক জনাব এরশাদ উল্লাহ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন, মহানগর বিএনপির সদস্য সচিব জনাব নাজিমুর রহমান, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় বিএনপির সদস্য শামসুল আলম, চট্টগ্রাম-৯ আসনের ধানের শীষ প্রার্থী আবু সুফিয়ান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মোবিন, এস কে খোদা তোতন, শ্রমিক দল নেতা শেখ নুরুন্নাবাহার।
এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য আবুল হাসেম, জাহাঙ্গীর আলম দুলাল, কামরুল ইসলাম, আনোয়ার হোসেন লিপু, মোহাম্মদ আবু মুসা, মো. সালাউদ্দিন, মো. জাফর আহম্মদ ও এম এ সবুর, যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, সাধারণ সম্পাদক মো. শাহেদ, ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন, তাঁতী দলের আহ্বায়ক সেলিম হাফেজ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলায়েত হোসেন বুলু, সাধারণ সম্পাদক জমির উদ্দিন নাহিদ, মহিলা দলের সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, জাসাসসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী।
চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে কালো পতাকা উত্তোলন করা হয় এবং সকল নেতাকর্মী কালো ব্যাজ ধারণ করেন। এ সময় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল থেকে টানা সাত দিনব্যাপী দলীয় কার্যালয়ে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
এছাড়াও, আগামীকাল দলীয় কার্যালয়ে শোক বই খোলা থাকবে, যা সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সকল নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের জন্য উন্মুক্ত থাকবে। শোক বইয়ে তারা প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা, শোকবার্তা ও দোয়া লিখে তাঁর প্রতি সম্মান জানাতে পারবেন।
সংক্ষিপ্ত শোক সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের দিশারী, মাদার অব ডেমোক্রেসি, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এক অনন্য নক্ষত্র। তিনি ছিলেন বাংলাদেশের ক্রান্তিকালের এক আলোকবর্তিকা, যিনি জীবনের প্রতিটি ধাপেই অন্যায়ের কাছে আপোষ করেননি।
নেতৃবৃন্দ আরও বলেন, সংকটের মুহূর্তে তিনি ছিলেন অবিচল, দৃঢ়চেতা ও সাহসী। তার অপূর্ব নেতৃত্ব, দেশপ্রেমে বলীয়ান মনোভাব এবং আপোষহীন নীতি বাংলাদেশের রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁর শূন্যতা জাতীয় রাজনীতিতে চিরকাল অনুভূত হবে, তবে তার আদর্শ ও দৃষ্টিভঙ্গি ভবিষ্যত প্রজন্মকে প্রেরণা জোগাবে।
এফপি/জেএস