| শিরোনাম: |

কুষ্টিয়ার দৌলতপুরে দুইটি বিদেশি অস্ত্র ও ৫ রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করা হয়েছে।
র্যাব-১২, সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের অভিযানে তাদেরকে আটক করা হয়। আটককৃত হলো, দৌলতপুর উপজেলার সিদ্দিকের ছেলে সোহাগ হোসেন গিট্টু (২১) এবং একই এলাকার মৃত দিদার মন্ডলের ছেলে মিশন ইসলাম (১৯)।
বৃহস্পতিবার (১ জানুয়ারী) বিকেল সাড়ে চারটার দিকে জেলার দৌলতপুর উপজেলার বাজুডাঙ্গা গ্রামে আল-সালেহ পাবলিক ওয়েলফেয়ার হাসপাতাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধারসহ তাদের আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা।
র্যাব-১২, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল মামুন চিশতী জানান, সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহারের উদ্দেশ্যে অস্ত্র মজুদের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় তাদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটক কৃতদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এফপি/জেএস