Dhaka, Friday | 2 January 2026
         
English Edition
   
Epaper | Friday | 2 January 2026 | English
বছরের প্রথম সুপারমুন দেখা যাবে শনিবার
জামায়াতের সহকারী সেক্রেটারির মনোনয়ন বাতিল
ছড়াকার সুকুমার বড়ুয়া মারা গেছেন
রাষ্ট্রীয় শোকের মধ্যে আজ বই বিতরণ, তবে নেই কোনো উৎসব
শিরোনাম:

ভুয়া ভোটার স্বাক্ষরের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় ৬ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৭:০০ পিএম আপডেট: ০২.০১.২০২৬ ৭:২৮ পিএম  (ভিজিটর : ৪)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। যাচাই শেষে ভোটারদের সমর্থনসূচক স্বাক্ষরে ত্রুটি পাওয়ায় ছয়জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১১টা থেকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহানের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন যাচাই-বাছাই শুরু হয়। এদিন ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের মধ্যে তিনটির যাচাই কার্যক্রম শেষ হয়। বাকি তিনটি আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই আগামী শনিবার (৩ জানুয়ারি) সম্পন্ন করা হবে বলে জানান তিনি।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের দুজন এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনের চারজন রয়েছেন। নাসিরনগর আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা হাবিবুর রহমান ও নজরুল ইসলামের মনোনয়ন বাতিল হয়। অন্যদিকে সদর–বিজয়নগর আসনে আরিফুর রহমান, নূরে আলম সিদ্দিকী, উমর ইউসুফ খান ও মো. কাজী জাহাঙ্গীরের মনোনয়ন গ্রহণযোগ্যতা হারায়।

রিটার্নিং অফিস সূত্র জানায়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন বৈধ করতে প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের সমর্থনসংবলিত স্বাক্ষরে অনিয়ম ধরা পড়ে। তালিকাভুক্ত কিছু ভোটারের স্বাক্ষর দৈবচয়ন পদ্ধতিতে যাচাই করা হলে তারা স্বাক্ষর দেওয়ার বিষয়টি অস্বীকার করেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দাখিল হওয়া ১১টি মনোনয়নপত্রের সবকটিই বৈধ ঘোষণা করা হয়েছে।

জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জানান, যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে তারা আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় জড়িত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
🔝