বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে ফেনী প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ফোরামের বার্ষিক সাধারণ সভায় ২০২৬ সালের জন্য এই কমিটি অনুমোদন ও ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ফেনী টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রফিকুল ইসলাম। সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটিতে একাত্তর টিভির জহিরুল হক মিলুকে সভাপতি এবং এসএ টিভির শেখ ফরিদ উদ্দিন আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
নতুন কমিটিতে রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে হিসেবে রয়েছেন এশিয়ান টিভির জিয়া উদ্দিন সোহাগ,সাংগঠনিক সম্পাদক জি টিভির জসিম উদ্দিন ফরায়েজী,সাংস্কৃতিক সম্পাদক বিজয় টিভির এস এম হারুন, দপ্তর সম্পাদক নাগরিক টিভির নুর হোসেন।
কার্যনির্বাহী সদস্য পদে বাংলাভিশনের রফিকুল ইসলাম, চ্যানেল টুয়েন্টি ফোরের দিলদার হোসেন স্বপন এবং চ্যানেল ওয়ানের নজির আহমেদ রতন।
সাধারণ সদস্য পদে রয়েছেন চ্যানেল আইয়ের রবিউল হক রবি এবং আরটিভির আজাদ মালদার।
এছাড়াও মাল্টিমিডিয়া গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মধ্য থেকে সদস্য হিসেবে রয়েছেন বাংলাভিশনের মিরাজুল মামুন, একাত্তর টিভির এসবি সাজু, জি টিভির আল নোমান, বিজয় টিভির সাজ্জাতুল মিরাজ, যায়যায়দিনের হাসান মাহমুদ, নবচেতনার সাহেদ হোসেন চৌধুরী, বাংলাদেশ বুলেটিনের মো. সাদ্দাম হোসেন, মুক্ত-খবর ডিজিটালের এস এম মাসুম বিল্লাহ ভুঁইয়া, লাখো কণ্ঠ ডিজিটালের মোহাম্মদ ইসমাইল, আজকের দর্পণের রাজিব মাসুদ, গণকণ্ঠ ডিজিটালের ইয়াসিন রাফাত মজুমদার, ডেইলি ইন্ডাস্ট্রির মেহরাব হোসেন, এশিয়া টিভির এইচ এম মালদার এবং এশিয়ান টিভির মনসুর আহমেদ।
সভায় উপস্থিত সাংবাদিকরা নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানান এবং ফোরামের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিতভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন।
সভার সমাপনী বক্তব্যে সভাপতি রফিকুল ইসলাম বলেন, নতুন কমিটি ফেনীর সাংবাদিক সমাজের স্বার্থ রক্ষায় কাজ করবে এবং মাল্টিমিডিয়া গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।
এফপি/জেএস