Dhaka, Friday | 2 January 2026
         
English Edition
   
Epaper | Friday | 2 January 2026 | English
বছরের প্রথম সুপারমুন দেখা যাবে শনিবার
জামায়াতের সহকারী সেক্রেটারির মনোনয়ন বাতিল
ছড়াকার সুকুমার বড়ুয়া মারা গেছেন
রাষ্ট্রীয় শোকের মধ্যে আজ বই বিতরণ, তবে নেই কোনো উৎসব
শিরোনাম:

বিএনপি জোটের প্রার্থী আফেন্দী

২৫ বছর বিরতিহীনভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি

প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৬:৩৩ পিএম  (ভিজিটর : ২)

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও বিএনপি জোট মনোনীত নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, ‘একজন প্রার্থী হিসেবে নিজেকে যোগ্য দাবি করার প্রশ্নই আসে না। আমার যোগ্যতা, সক্ষমতা ও ক্যাপাবিলিটি কতটুকু তা আপনারাই নির্ণয় করে জাতির সামনে তুলে ধরবেন। আল্লাহতায়ালা যদি আমাকে কাঙ্ক্ষিত সফলতার গন্তব্যে পৌঁছানোর সুযোগ করে দেন, তাহলে সবাই আমাকে পরীক্ষা করার সুযোগ পাবেন।’


বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় এলাকায় নিজ বাড়িতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, ‘সৃষ্টিকর্তা মহান আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, দুনিয়ার কোনো স্বার্থ বা রাজনৈতিক কোনো উচ্চাভিলাষ থেকে আমি এই অঙ্গনে আসিনি। ২০০১ সাল থেকে জনসেবার উদ্দেশ্যে মাঠে নামি। এরই ধারাবাহিকতায় নিজ উদ্যোগে এবং দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার সহযোগিতায় মসজিদ ও মাদ্রাসা নির্মাণ, টিউবওয়েল বিতরণ, অসহায় মানুষের গৃহনির্মাণ, সেলাই মেশিন বিতরণ, করোনাভাইরাস মহামারির সময় নানামুখী সহায়তা প্রদান, ঈদসামগ্রী বিতরণসহ অস্বচ্ছল রোগীদের জন্য স্বল্প খরচে অ্যাম্বুলেন্স সেবা চালু করেছি। এভাবে টানা ২৫ বছর বিরতিহীনভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।’


তিনি আরও বলেন, ‘যখনই বাইরে থেকে কোনো অনুদানের সন্ধান পাই, সর্বপ্রথম সেটি নিজ এলাকায় আনার জন্য আপ্রাণ চেষ্টা করি। সেই চিন্তা থেকেই যদি বৃহৎ পরিসরে মানুষের সেবা করার সুযোগ পাই, তাহলে এসব কর্মসূচিকে আরও বিস্তৃত ও ভিন্ন মাত্রায় নিয়ে যেতে চাই। মূলত এই চিন্তাধারা থেকেই আমার নির্বাচনে আসা, এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য নেই।’


মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, ‘আমরা সকল প্রার্থীকে সম্মান করি এবং সবার প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকবে। ইতিবাচক কিংবা নেতিবাচক যেকোনো মূল্যায়ন ও বিশ্লেষণের প্রতিই আমরা শ্রদ্ধাশীল। সব ধরনের সংবাদকে আমরা গ্রহণ করার মানসিকতা রাখি। মানুষ হিসেবে যদি কোনো ভুল করি, সেই ভুলগুলো উঠে আসবে। সেই ভুল সংশোধনের সুযোগ তৈরি হলে, সেটিকে আমি সৌভাগ্য হিসেবেই দেখি।’


১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এমন একটি দল যাদের গায়ে মুক্তিযুদ্ধবিরোধী তকমা লাগানোর সুযোগ নেই। আমাদের অনেক সহযোগী মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। মহান মুক্তিযুদ্ধকে আমরা একটি চোখ হিসেবে দেখি এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনকে আরেকটি চোখ হিসেবে বিবেচনা করি।’


মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ডোমার উপজেলা সভাপতি সাজ্জাদ কিবরিয়া পাপ্পু, ডোমার কেন্দ্রীয় মসজিদের খতিব আলহাজ্ব মুফতি মাওলানা মাহমুদ বিন আলম এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 


এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
🔝