| শিরোনাম: |

নাটোরে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে করিম বেপারী (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
(২ জানুয়ারি) দুপুর পৌনে একটার দিকে সদর উপজেলার নাটোর দয়ারামপুর সড়কের শঙ্করভাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত করিম বেপারী সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের মনছের সরকারের ছেলে। তিনি সংকরভাগ এলাকার পেঁয়াজ রসুন ব্যবসায়ী বলে জানিয়েছে এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুরে শঙ্করভাগ বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটর সাইকেল যোগে নিজ বাড়ি ইব্রাহিমপুরে যাচ্ছিলেন। পথে শংকরভাগ এলাকার শফি মাস্টারের মোড় সংলগ্ন পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এফপি/জেএস