Dhaka, Thursday | 25 December 2025
         
English Edition
   
Epaper | Thursday | 25 December 2025 | English
হাদি হত্যাকাণ্ড : ফয়সালের স্ত্রীসহ ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি
আজ শুভ বড়দিন
বড়দিন উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়
মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির সময় বাড়লো
শিরোনাম:

গ্রামের সন্তান আন্তর্জাতিক মহাকাশ গবেষণায় গৌরব অর্জন

প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৬:০১ পিএম  (ভিজিটর : ১৩৯)

দীর্ঘ ১৫ বছর পর দেশের মাটিতে পা রেখেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মহাকাশ বিজ্ঞানী অধ্যাপক ড. মিয়াহ মুহাম্মদ আদেল। তিনি (২১ ডিসেম্বর) বাংলাদেশে আসেন এবং বর্তমানে নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের ভিতরভাগ গ্রামে নিজ বাড়িতে অবস্থান করছেন। আগামী (২৮ ডিসেম্বর) তিনি পুনরায় যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা রয়েছে।

ড. মিয়াহ মুহাম্মদ আদেল যুক্তরাষ্ট্রের University of Arkansas at Pine Bluff (UAPB)-এ পদার্থবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান ও পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি মহাকাশ পদার্থবিজ্ঞান, জলবায়ু পরিবর্তন, পরিবেশ বিজ্ঞান ও জলসম্পদ বিষয়ক গবেষণায় আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত একজন বিজ্ঞানী।

দীর্ঘদিন পর নিজ গ্রামে তার আগমনে আত্মীয়স্বজন, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। এই সময় অনেক তরুণ শিক্ষার্থী উচ্চশিক্ষা, বিজ্ঞানচর্চা ও গবেষণা বিষয়ে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা গ্রহণ করেন।

বর্ষীয়ান এই বিজ্ঞানী বর্তমানে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা NASA-এর Here to Observe (H2O) কর্মসূচির প্রধান তদন্তকারী (Principal Investigator) হিসেবে দায়িত্ব পালন করছেন। এই কর্মসূচির মাধ্যমে তিনি STEM শিক্ষার্থীদের বাস্তব বৈজ্ঞানিক গবেষণার সঙ্গে যুক্ত করছেন।

নিজের অনুভূতি প্রকাশ করে ড. মিয়াহ মুহাম্মদ আদেল বলেন, ‘১৫ বছর পর দেশের মাটিতে, বিশেষ করে নিজের গ্রামে ফিরে আসা আমার জন্য আবেগঘন মুহূর্ত। এখান থেকেই আমার শিক্ষাজীবনের স্বপ্নের শুরু। ভবিষ্যতে দেশের শিক্ষার্থীদের বিজ্ঞান ও গবেষণায় আরও আগ্রহী করে তুলতে কিছু উদ্যোগ নেওয়ার ইচ্ছা রয়েছে।’

এ বিষয়ে জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী বলেন, ‘ড. মিয়াহ মুহাম্মদ আদেল আমাদের ইউনিয়নের গর্ব। আন্তর্জাতিক পর্যায়ে তার সাফল্য স্থানীয় শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা। শিক্ষা ও বিজ্ঞানভিত্তিক যেকোনো উদ্যোগে ইউনিয়ন পরিষদ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’

ভিতরভাগ গ্রামের কলেজ শিক্ষার্থী আশিকুর রহমান নিরব বলেন, ‘ড. আদেল স্যারের সঙ্গে কথা বলে আমরা ভীষণ অনুপ্রাণিত হয়েছি। তিনি আমাদের বুঝিয়েছেন—গ্রাম থেকেই আন্তর্জাতিক মানের বিজ্ঞানী হওয়া সম্ভব। ভবিষ্যতে বিজ্ঞান ও উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়ার সাহস ও আত্মবিশ্বাস আমরা তার কাছ থেকে পেয়েছি।’

বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক আরিফুল ইসলাম তপু বলেন, ‘ড. মিয়াহ মুহাম্মদ আদেলের মতো একজন আন্তর্জাতিক মানের বিজ্ঞানীর নিজ এলাকায় আগমন আমাদের জন্য গর্বের বিষয়।’ তার এই সফর স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান শিক্ষার প্রতি নতুন আগ্রহ সৃষ্টি করবে। তিনি প্রমাণ করেছেন—পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনা থাকলে গ্রাম থেকেও বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়া সম্ভব।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
🔝