শরীয়তপুর সদর উপজেলায় বীরাঙ্গনা বীর মুক্তিযোদ্ধা যোগ মায়া মালোকে সরকারের পক্ষ থেকে ঘর উপহার দেওয়া হয়েছে। বিজয় দিবসকে সামনে রেখে এই ঘর প্রদান করায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে শরীয়তপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মধ্যপাড়া এলাকায় নিজ বসতভিটায় বীরাঙ্গনা বীর মুক্তিযোদ্ধা যোগ মায়া মালোকে এই ঘর প্রদান করেন জেলা প্রশাসন।
তিনি দক্ষিণ মধ্যপাড়া গ্রামের বাসিন্দা এবং নেপাল চন্দ্রম মালোর স্ত্রী। ঘর প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তবে অসুস্থতার কারণে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা যোগ মায়া মালো নিজে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তার পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত থেকে ঘর গ্রহণ করেন। এ সময় পরিবারের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধার চিকিৎসার জন্য সহায়তার আবেদন জানানো হলে জেলা প্রশাসক প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদানের আশ্বাস দেন।
এলাকাবাসী জানান, বীরাঙ্গনা বীর মুক্তিযোদ্ধার পারিবারিক অবস্থা অত্যন্ত দুর্বল ছিল। বিজয় দিবসের প্রাক্কালে সরকারের পক্ষ থেকে ঘর প্রদান করায় তারা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সদর উপজেলায় আরও দুজন বীরাঙ্গনা বীর মুক্তিযোদ্ধার জন্য ঘর নির্মাণের কাজ চলমান রয়েছে এবং শিগগিরই সেগুলো হস্তান্তর করা হবে।
এফপি/জেএস