Dhaka, Tuesday | 16 December 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 16 December 2025 | English
বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি
সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন ওসমান হাদি
বিজয় দিবস পালনে জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুত, ৪ স্তরের নিরাপত্তা
সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
শিরোনাম:

গাজীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পূনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৩০ পিএম  (ভিজিটর : ৬)

গাজীপুর-২ নির্বাচনী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মনোনীত প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছে এই আসন থেকে মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতারা।

সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১ টায় গাজীপুর-২ আসনের সর্বস্তরের জনগণের ব্যানারে টঙ্গীর আউচপাড়া আহসান উল্লাহ ইসলামিক ফাউন্ডেশনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরি সভাপতি সালাউদ্দিন সরকার, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি আফজাল হোসেন কায়সার, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাট, বিএনপি নেতা সরকার শাহানুর ইসলাম রনি প্রমূখ। 

এসময় বক্তারা বলেন, উচ্চ আদালতের রায়ে নবগঠিত গাজীপুর ৬ আসন বিলুপ্তের মাধ্যমে গাজীপুর-২ আসন আবারও ফিরে এসেছে। রায়ের আগে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ফলে গাজীপুর-২ আসনের রাজনৈতিক ভৌগলিক ও নির্বাচনী বাস্তবতা মৌলিক পরিবর্তন হয়েছে। বর্তমান কাঠামোয় গাজীপুর-২ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৮ লাখ, দেশের অন্যতম বৃহৎ জটিল চ্যালেঞ্জিং সংসদীয় আসনে পরিণত হয়েছে এই আসন। এর মধ্যে শুধু টঙ্গীর দুইটি থানায় মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৭৩ হাজার ৬ শত ৫৯ জন যা এই আসনের সংখ্যা গরিষ্ঠ ভোটার।

গাজীপুর-২ আসনে বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে ঐ সিদ্ধান্ত সম্পূর্ণ ভিন্ন একটি বাস্তবতায় নেওয়া হয়েছিল। ঐ সময় গাজীপুর-৬ আসন বহাল ছিল। টঙ্গী গাছা পুবাইলের একাংশ ছিল আলাদা একটি সংসদীয় আসনের আওতায়। ভোটারের চাপ ও ভৌগলিক ভারসাম্য ছিল সম্পূর্ণ ভিন্ন।বর্তমান গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর বাড়ি মহানগরীর কাউলতিয়া এলাকায়, এলাকাটি এই সংসদীয় আসনের সর্ব উত্তর প্রান্তে যেখানে ভোটার সংখ্যা মাত্র ৭৩ হাজার ৭৩৮ জন। 

গাজীপুর-২ আসনে নেতৃত্ব বিগত দিন টঙ্গী থেকে পরিচালিত হয়ে আসছে বিশেষ করে টঙ্গীর সরকার পরিবার এই আসনে নেতৃত্ব ও সাংগঠনিক প্রভাব রেখেছে এবং এলাকার উন্নয়ন অগ্রযাত্রায় তাদের অবদান অনস্বীকার্য। শুধু বিএনপি না অন্যান্য রাজনৈতিক দল থেকেও এই আসনে টঙ্গী কেন্দ্রিক নেতৃত্বই নির্বাচিত হয়ে আসছে। এমনকি আওয়ামী লীগ সরকারের আমলেও টঙ্গী থেকে সংসদ সদস্য নির্বচিত হয়ে আসছে। 

বিগত ২০০৮ সালে গাজীপুর-২ আসন থেকে বিএনপি'র মনোনয়ন দেওয়া হয়েছিল টঙ্গী সরকার পরিবার থেকে এরপর ২০১৮ সালে এই আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহবায়ক সালাহ উদ্দিন সরকারকে। একই বছর গাজীপুর সিটি কর্পোরেশনে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয়েছিল হাসান উদ্দিন সরকারকে। বিগত ফ্যাসিস্ট সংগ্রাম আন্দোলনে টঙ্গীর বিএনপি নেতা কর্মীদের ভুমিকা ছিল অকল্পনীয়। অনেক নেতা কর্মীরা জেল জুলুম খেটে নিঃস্ব হয়ে গিয়েছিল।
 
এ সময় উপস্থিত বক্তারা বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দলীয় মহাসচিব, কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের প্রতি আহ্বান জানান পুনর্গঠিত গাজীপুর-২ আসনে বর্তমান ভোটার ও ভৌগলিক বাস্তবতা পূর্ণাঙ্গভাবে বিবেচনা করে টঙ্গী, গাছা ও পূবাইল এলাকার সাংগঠনিক মতামত গুরুত্ব দিয়ে প্রার্থী পূনর্বিবেচনার দাবী জানান। 

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝