বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালি ইউনিয়নের কুরাংঝিড়ি এলাকায় রাবার বাগান থেকে ২২ শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে সশস্ত্র সন্ত্রাসীরা।
পুলিশ ও এলাকাবাসীর দেয়া তথ্য থেকে জানা গেছে, ১৬ ফেব্রুয়ারি দিবাগত রাত দেড় টার দিকে বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালি ইউনিয়নের কুরাংঝিড়ির রাবার বাগানের শ্রমিক শেডে অবস্থানরত ২২ শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীদের একটি দল।
এদিকে অপহরণের সংবাদ পাওয়া মাত্রই অপহৃতদের উদ্ধারে কাজ শুরু করেছে যৌথবাহিনীর সদস্যরা।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন জানান, ২২ রাবার শ্রমিককে অপহরণের সংবাদ পাওয়া মাত্রই যৌথবাহিনীর সদস্যরা অপহৃত শ্রমিকদের উদ্ধারে কাজ শুরু করেছে। ঘটনাস্থল অত্যন্ত দুর্গম এলাকায় তাই কারা অপহরণ করেছে এই ব্যাপারে এখনো বিস্তারিত জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর এই অপহরণের সঙ্গে জড়িত থাকতে পারে।
প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়ন থেকে সাতজন রাবার শ্রমিক, ২ ফেব্রুয়ারি সাতজন কমলা বাগানের শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়, পরে যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে দুই দিন পর তাদের উদ্ধার করে।
এফপি/এমআই