Dhaka, Saturday | 15 November 2025
         
English Edition
   
Epaper | Saturday | 15 November 2025 | English
আজ থেকে নতুন পোশাকে পুলিশ
আফ্রিকায় চোখ রাঙাচ্ছে নতুন প্রাণঘাতী ছোঁয়াচে ভাইরাস
পঞ্চগড়ের তাপমাত্রা আজ ১৪.২ ডিগ্রি, সূর্য উঠতেই স্বস্তি
ঢাকায় বয়ছে শীতের হাওয়া
শিরোনাম:

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আইসিইউতে বিএনপি নেতা

প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৪:৫৪ পিএম আপডেট: ১৫.১১.২০২৫ ৫:০৫ পিএম  (ভিজিটর : ১৮৮)

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন সোলাইমান তালুকদার (৩৫) নামে এক বিএনপি নেতা। এসময় ছিনতাইকারীরা তার কাছে থাকা লক্ষাধিক টাকা ছিনতাই করে নিয়ে যায়। 

আহত সোলাইমান তালুকদার টঙ্গীর ৪৩ নং ওয়ার্ড বিএনপি সদস্য। 

গাজীপুর মেট্রো ৪৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ নাহিদ জানান, শুক্রবার সন্ধ্যায় ব্যবসায়িক কাজে ঢাকা যাচ্ছিলেন আহত সোলাইমান তালুকদার। স্টেশন রোড এলাকায় পৌঁছালে অজ্ঞাত ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এসময় তার কাছে থাকা নগদ অর্থ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন। 

স্থানীয়রা জানায়, গত এক সপ্তাহের মধ্যে ছিনতাইকারীদের হাতে বেশ কয়েকটি প্রানহানির ঘটনা ঘটেছে। অনেক মানুষ আহত হয়েছেন। টঙ্গী অঞ্চলে ছিনতাই নিয়মিত ঘটনা হয়ে দাড়িয়েছে। তবুও প্রশাসনের কার্যকর কোন প্রদক্ষেপ দেখা যায় নি। অতিসত্বর ছিনতাই বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে অপরাধীদের আইনের আওতায় আনার দাবী জানান তারা। 

এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃওয়াহিদুজ্জামান বলেন, বিষয়টি শুনেছি তবে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাই নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ছিনতাই প্রতিরোধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝