Dhaka, Saturday | 15 November 2025
         
English Edition
   
Epaper | Saturday | 15 November 2025 | English
আজ থেকে নতুন পোশাকে পুলিশ
আফ্রিকায় চোখ রাঙাচ্ছে নতুন প্রাণঘাতী ছোঁয়াচে ভাইরাস
পঞ্চগড়ের তাপমাত্রা আজ ১৪.২ ডিগ্রি, সূর্য উঠতেই স্বস্তি
ঢাকায় বয়ছে শীতের হাওয়া
শিরোনাম:

কারো উপর প্রতিশোধ নয়

আমরা দেশের জন্য কাজ করবো: সেলিমা রহমান

প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৪:৪০ পিএম  (ভিজিটর : ৬২)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, নারী ও শিশু অধিকার ফোরামের আহবায়ক বেগম সেলিমা রহমান বলেছেন, কারো উপর প্রতিশোধ নয়, আমরা দেশের জন্য কাজ করবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়াই প্রথম নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। একটি দল বেহেস্তের টিকিট দিয়ে ভোট নিতে চায়। তাদের থেকে সতর্ক থাকতে হবে। শনিবার দুপুরে মাগুরার শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নারী ও শিশু অধিকার ফোরাম এর আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

‘সমাজের নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার’- বিষয়ক এ নারী সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা -১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান। 

অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব এ্যাড. নিপুন রায় চৌধুরী।

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক, মহিলা দলের সহ-সভাপতি ও সাবেক এমপি এ্যাড. নেওয়াজ হালিমা আরলি, ছাত্রদলের যুগ্ম- সাধারণ সম্পাদক মানসুরা আলম, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন ও সাহেদ হাসান টগর, জেলা মহিলা দলের সভাপতি উম্বিয়া কুলসুম উর্মি, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মুন্সি রেজাউল করিম, জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিন্টু চৌধুরী, খন্দকার খলিলুর রহমান, মোল্লা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার, শ্রীপুর উপজেলা মহিলা দলের সভাপতি অধ্যাপিকা শাহানা ফেরদৌস হ্যাপী, সাধারণ সম্পাদক কুলসুম খাতুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মুন্সি জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মুন্সি ইয়াসিন আলী সোহেল প্রমুখ।

সমাবেশকে কেন্দ্র করে উপজেলার ৮ টি ইউনিয়ন থেকে সকাল হতে মহিলা দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্রের তালে তালে সমাবেশস্থলে উপস্থিত হয়। সমাবেশ শুরু হওয়ার আগেই পুরো স্কুল মাঠ জুড়ে হাজার হাজার নারীতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

সেলিমা রহমান রহমান নারীদের উদ্দেশ্যে আরও বলেন, বিগত সরকার মানুষের ভোটাধিকার হরণ করেছিলো। সে ভোটাধিকার ফিরিয়ে এনেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসুরী তারেক রহমান।  আর সেই ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে হলে ধানের শীষে ভোট দিয়ে মাগুরা-১ আসনে আলহাজ্ব মনোয়ার হোসেন খানকে বিজয়ী করতে হবে। 

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝