উত্তরাঞ্চলের সীমান্তঘেঁষা তেঁতুলিয়ায় শীতের দমক ক্রমেই বাড়ছে। ভোরে হিমালয় থেকে নেমে আসা ঠান্ডা বাতাসে চারদিক জমে ওঠে, আর ঘন কুয়াশায় সকালটা হয়ে ওঠে আরও শীতল। তবে রোদ উঠতে শুরু করলেই একটু স্বস্তি ফিরে আসে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস; আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।
গত কয়েক দিন ধরেই এ অঞ্চলের তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। শুক্রবার সকালে তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি, তার আগের দিন ১৩ দশমিক ৪ ডিগ্রি এবং বুধবার ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছেন তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায়।
ভোরের কুয়াশা কেটে রোদ উঠলেই হাত-পায়ে উষ্ণতা ফিরে আসে। স্থানীয় বাসিন্দা রাকিব মাহমুদ বলেন, ‘ভোরে বাইরে বের হওয়া কষ্টকর, প্রচণ্ড ঠান্ডা লাগে। কিন্তু সূর্য উঠলেই শীত অনেকটাই কমে যায়। তখন বাইরে কাজ করাও সহজ মনে হয়।’
আরেক বাসিন্দা ইসহাক মিয়া জানান, ‘সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত রাস্তায় থাকতে হয়। এই ঠান্ডায় বাইক চালালে পুরো শরীর ঢেকে নিতে হয়—মুখ, হাত, গলা কিছুই খোলা রাখা যায় না, না হলে ঠান্ডা সহ্য করা মুশকিল।’
আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘ভোররাতে ঠান্ডা বাতাস বেশি সক্রিয় থাকায় তাপমাত্রা দ্রুত নেমে যায়। তবে সূর্য উঠলে স্বাভাবিকভাবেই কিছুটা উষ্ণতা ফেরে। টানা কয়েক দিন তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রির মধ্যে থাকছে। চলতি মাসের শেষ দিকে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।’
এফপি/অ