নাটোরের সিংড়ায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দেশের ইতিহাসে সেনাবাহিনীর ভূমিকা তুলে ধরেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ।
তিনি বলেন, জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রধান ছিলেন আপনাদের মতোই সেনাবাহিনীর সদস্য। দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে সেনাবাহিনী অগ্রণী ভুমিকা পালন করেছে, জাতিকে পথ দেখিয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি হলরুমে ডিফেন্স এক্স সোলজারস ও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (ডিসওসা)'র আয়োজনে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট আব্দুল জলিলের সভাপতিত্বে ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোজাম্মেল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে দাউদার মাহমুদ বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং বিভিন্ন জাতীয় সংকটে সশস্ত্র বাহিনীর ত্যাগ-সাহসিকতার কথা স্মরণ করেন। সশস্ত্র বাহিনী দেশের নিরাপত্তার প্রতীক। তাদের পেশাদারিত্ব, দক্ষতা ও দেশপ্রেম আজ বিশ্বে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।
এফপি/জেএস