Dhaka, Saturday | 15 November 2025
         
English Edition
   
Epaper | Saturday | 15 November 2025 | English
আজ থেকে নতুন পোশাকে পুলিশ
আফ্রিকায় চোখ রাঙাচ্ছে নতুন প্রাণঘাতী ছোঁয়াচে ভাইরাস
পঞ্চগড়ের তাপমাত্রা আজ ১৪.২ ডিগ্রি, সূর্য উঠতেই স্বস্তি
ঢাকায় বয়ছে শীতের হাওয়া
শিরোনাম:

পিরোজপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড

প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১:৫৭ পিএম আপডেট: ১৫.১১.২০২৫ ২:০৯ পিএম  (ভিজিটর : ৩)

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ১৬ তম  জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড উৎসব। শুক্রবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে আমন্ত্রিত অতিথি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিযোগীদের অংশগ্রহণে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়।

এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় এবং বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে ১৬তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৫ এর বৃহত্তর বরিশাল অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী, কলামিস্ট ও লেখক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অলিম্পিয়াডে বৃহত্তর বরিশাল বিভাগ ও গোপালগঞ্জ জেলা সহ মোট ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৩ জন শিক্ষার্থীরা এ গণিত অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন প্রথমবারের মতো অনুষ্ঠিত এ গণিত উৎসবে অংশগ্রহণ করতে পেরে তারা আনন্দিত । এ রকমের আয়োজন প্রতিবছর  আয়োজন করবে কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা  ছাত্র-ছাত্রীদের।

আয়োজক বৃন্দ বলছেন, ছাত্র-ছাত্রীদের মেধাবিকাশে এবং গণিতের প্রতি আকৃষ্ট করতে এরকমের গণিত উৎসবের আয়োজন ভবিষ্যতেও করবেন তারা ।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝