নাটোরের গুরুদাসপুরের খুবজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশের প্রথম স্কুল ফিডিং কার্যক্রম উদ্বোধন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “প্রতিটি শিশুর ভেতরেই অসীম সম্ভাবনা লুকায়িত থাকে। উপযুক্ত পরিবেশ ছাড়া সেই সম্ভাবনা প্রকাশ পায় না। তাই শিক্ষার মূল উদ্দেশ্য হলো—শিশুর অন্তর্নিহিত সক্ষমতা বিকশিত করা।”
তিনি আরও বলেন, শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা পরিবেশ, পুষ্টি ও যত্ন একযোগে নিশ্চিত করতে হবে।
“আমরা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবো, আর আপনারা তা দেখভাল করবেন। শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় প্রাথমিক শিক্ষার উন্নতি সম্ভব,”—যোগ করেন উপদেষ্টা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মো. শামসুজ্জামান, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন এবং স্কুল ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুন অর রশীদ।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচির তথ্য অনুযায়ী, ২০২৭ সাল পর্যন্ত প্রকল্পের মেয়াদকালে দেশের নির্বাচিত ১৫০টি উপজেলার ১৯ হাজার ৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩১ লাখ ১৩ হাজার শিক্ষার্থী স্কুলে ফার্টিফাইড বিস্কুট, ফল, বনরুটি, ডিম ও দুধ নিয়মিত টিফিন হিসেবে পাবে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, অনেক সময় তারা টিফিন আনতে পারে না—অনেকে না খেয়ে ক্লাস করে। এখন থেকে প্রতিদিন টিফিন পাওয়ার খবর শুনে তারা আনন্দিত।
এফপি/অ