রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার খালিয়ায় “একতা যুব সংঘ”-এর উদ্যোগে প্রবাসী সাকিব হাসানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) খালিয়া এলাকায় এ সংবর্ধনা ও মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আব্দুর রাজ্জাক, উপ-পরিচালক, প্রাণী সম্পদ অধিদপ্তর, ফরিদপুর ও প্রধান উপদেষ্টা, একতা যুব সংঘ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মানবৃন্দ মজুমদার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম সম্পাদক পরান মল্লিক।
অনুষ্ঠানে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে অর্ধ শত কম্বল, গবাদি পশু, হুইলচেয়ার, এবং সোলার লাইট বিতরণ ও স্থাপন করা হয়। এছাড়াও সংগঠনের উপদেষ্টা ও সদস্যবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলেন।
‘একতা যুব সংঘ’ একটি মানবিক, অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন, যার মূল লক্ষ্য সমাজে ঐক্য ও সহমর্মিতার বন্ধন গড়ে তোলা।
এফপি/এমআই