গতকাল শুক্রবার দক্ষিণ মেক্সিকোর গুয়েরেরো রাজ্যে ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস এই তথ্য জানিয়েছে। জিএফজেড আরো জানিয়েছে, ভূমিকম্পটি ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরে ছিল।
তবে দেশটির জাতীয় ভূকম্পন সংস্থা অনুসারে, ভূমিকম্পের প্রাথমিক মাত্রা ছিল ৬.৫ এবং এর কেন্দ্রস্থল ছিল দক্ষিণ রাজ্য গুয়েরেরোর সান মার্কোস শহরের কাছে।
রাজ্যের নাগরিক প্রতিরক্ষা সংস্থা আকাপুলকোর আশেপাশে এবং রাজ্যের অন্যান্য মহাসড়কে কিছু ভূমিধসের খবর দিয়েছে।
মেক্সিকো সিটি এবং আকাপুলকোর বাসিন্দা ও পর্যটকরা কম্পন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তায় ছুটে আসেন। মেক্সিকোর রাষ্ট্রপতি ক্লডিয়া শেইনবাউম আজ বলেছেন, গুয়েরেরোতে তাৎক্ষণিকভাবে কোনো গুরুতর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের সতর্কতা বাজার সময় শেইনবাউম তার সকালের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন।
কিছুক্ষণ পরে আবার প্রেস ব্রিফিং শুরু করে শেইনবাউম বলেন, ‘তিনি গুয়েরেরোর গভর্নর এভলিন সালগাদোর সঙ্গে কথা বলেছেন এবং তিনি তাকে জানিয়েছেন, কোনো গুরুতর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।’
এফপি/অ