“নব্য ফ্যাসিস্টদের বিরুদ্ধে রুখে দাড়াও” শ্লোগানে
দেশব্যাপী বাউল সাধকদের উপর হামলার প্রতিবাদে হামলাকারীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি ও বাউল শিল্পী আবুল সরকার এর নিঃশর্ত মুক্তির দাবীতে পাবনা জেলা ফকির সাধু ও বাউল শিল্পী সংস্থার উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ এর আয়োজন করা হয়।
(২৬ নভেম্বর )সকাল ১১টায় শহরের আব্দুল হামিদ সড়ক প্রেসক্লাবের সামনে পাবনা জেলা বাউল ফকির সংস্থার সভাপতি আবুল ফকিরের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন দেশব্যাপী বাউল সাধকদের ও সাংস্কৃতিক কর্মী ও মাজার শরীফে যে হামলা হয়েছে আমরা সরকারের কাছে সঠিক বিচার প্রত্যাশা করি। এদেশ বাউল সাধকদের অসাম্প্রদায়িক দেশ এখানে কোন মৌলবাদীর ঠাই নেই। একটি গোষ্ঠী কারনে অকারনে নিরহ বাউল সাধকদের উপর হামলা করে। এসময় তারা সরকার কে হুশিয়ার করে বলেন এই হামলার যদি এর সুষ্ঠ বিচার না করা হয় আমরা কঠোর আন্দোলন গড়ে তুলবো। তারা প্রশাসন কে উদ্দেশ্য করে বলেন, বাউলদের জান মালের নিরাপত্তার পাশাপাশি তাদের কর্মকাণ্ড পরিচালনায় সহযোগি ভূমিকা রাখতে হবে। তা না হলে এবং পুনরায় যদি হামলা করা হয় তাহলে আগামীতে কোন হামলা হলে আমরা দেশব্যাপী কঠোর আন্দোলন এর ডাক দিব।
উক্ত মানববন্ধন এ বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সাধারণ সম্পাদক ভাস্কর চৌধুরী, ফকির লালন অনুরাগী সংঘের আহবায়ক আব্দুল কাইয়ুম, কূলনাশা বাউল সংঘের সাধারণ সম্পাদক আশরাফুল সাধু, বাউল মিন্নুস, বাউল অনুরাগী রবিউল রনি, সাংস্কৃতিক কর্মী বিপ্লব ভৌমিক, পাবনা জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন এর সভাপতি পাভেল হাসান জাহাঙ্গীর, বাউল সাধক অনুরাগী সবুজ কিংশুক, লিটন বাউল প্রমুখ।
এফপি/জেএস