Dhaka, Sunday | 16 November 2025
         
English Edition
   
Epaper | Sunday | 16 November 2025 | English
আজ এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ
ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে দিল্লি
দুপুর পর্যন্ত ঢাকায় যেমন থাকবে আবহাওয়া
দাম কমেছে স্বর্ণের, আজ থেকে কার্যকর
শিরোনাম:

বিচারকের ছেলে হত্যা: দায়িত্বে অবহেলায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১০:৩৩ এএম  (ভিজিটর : ৪)

রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তওসিফ রহমান তৌসিফ (১৫) হত্যাকাণ্ড এবং তার স্ত্রী তাসমিন নাহার লুসির ওপর হত্যাচেষ্টার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) বিকালে তাদের সাময়িকভাবে বরখাস্ত করে রাজশাহী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র উপ-কমিশনার গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যাহার করা পুলিশ সদস্যরা হলেন- রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবু শাহাদাত, কনস্টেবল আব্দুস সবুর, মাহফুজার রহমান ও মিঠু সরদার।

এদিকে জানা গেছে, ঘটনার একদিন পর পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা হত্যা মামলার আসামি লিমন মিয়ার ভিডিওবয়ান রেকর্ড করে তা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে শোকজ করা হয়েছে। এ ঘটনায় তাকে সশরীরে আদালতে উপস্থিত হয়ে জবাব দিতে তলব করা হয়েছে। পুলিশ কমিশনারকে আদালতে তলবের বিষয়টি পুলিশ বাহিনীর ভেতরে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসামি লিমনের পাহারায় নিয়োজিত রাজপাড়া থানা পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই) ও তিন কনস্টেবলসহ মোট চারজনকে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্তের পর তাদের পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে অধিকতর তদন্ত শুরু হয়েছে এবং বিভাগীয় মামলার প্রক্রিয়াও শুরু হয়েছে। 

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝