Dhaka, Sunday | 16 November 2025
         
English Edition
   
Epaper | Sunday | 16 November 2025 | English
আজ এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ
ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে দিল্লি
দুপুর পর্যন্ত ঢাকায় যেমন থাকবে আবহাওয়া
দাম কমেছে স্বর্ণের, আজ থেকে কার্যকর
শিরোনাম:

কোটালীপাড়ায় সন্ত্রাস বিরোধী আইনে ৫৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১২:৩৫ পিএম  (ভিজিটর : ৫)

সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, দেশীয় অস্ত্র নিয়ে সড়কের মহড়া ও জনসাধারণের মাঝে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে সন্ত্রাস  বিরোধী আইনে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নিষিদ্ধ ঘোষিত ১৫ ছাত্রলীগ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩০/৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

গত শুক্রবার (১৪ নভেম্বর) কোটালীপাড়া থানা পুলিশের এস আই সেলিম মাহবুব বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলা নম্বর-১১।

মামলার সূত্রে জানাগেছে, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ- পয়সারহাট সড়কের মাঝবাড়ি বাসস্ট্যান্ড নামক স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা শামিম দাড়িয়া ও স্বপন তালুকদারের নেতৃত্বে ৩০/৪০জন ছাত্রলীগ নেতা-কর্মী সড়কে জড়ো হড়ে মিছিল, যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, দেশীয় অস্ত্র নিয়ে সড়কের মহড়া ও জনসাধারণের মাঝে আতঙ্ক সৃষ্টি করে।

এ ঘটনায় অভিযান চালিয়ে রিফাত দাড়িয়া নামক একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
 
কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, সন্ত্রাস বিরোধী আইনে কোটালীপাড়া উপজেলার ১৫ ছাত্রলীগ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩০/৪০জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্যে রিফাত দাড়িয়া নামে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝