সিলেট শহরের একটি আভিজাত্য হোটেলের হলরুমে জহুরুল ইসলাম কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠান আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেড ও আফতাব হ্যাচারী লিমিটেডের আয়োজনে সিলেট বিভাগীয় রিজিওনাল মিট ১৫ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সিইও মাহবুবুর রহমান সরকার। সিলেট রিজিওনাল কো-অর্ডিনেটর দাউদে হেলাল ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কৃষিবিদ সৈয়দ আকাশ, ছাব্বির আনোয়ার, প্রফেসর বশির আহমদ ও মামুন আহমদ।
এ ছাড়াও সিলেট বিভাগের ডিলারদের মধ্যে জুয়েল আহমদ, সুহেল আহমদ, রাশেদ আহমদ, তোফাজ্জল হক, সুজিত কুমার ও শরিফ আহমদসহ বিভিন্ন পর্যায়ের ফিড পরিবেশক, কোম্পানির কর্মকর্তা–কর্মচারী, স্থানীয় সাংবাদিক ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা পশু ও পোলট্রি খাদ্যের গুণগত মান, আধুনিক প্রযুক্তি ব্যবহার, বাজার ব্যবস্থাপনা ও ডিলার সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের মধ্যে মতবিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন আয়োজক প্রতিষ্ঠান।
এফপি/জেএস