ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মেহেরপুরের গাংনীতে গণ মিছিল করেছে গাংনী উপজেলা বিএনপি।
শনিবার বিকালে মেহেরপুর-২ আসনের বিএনপি'র মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের নেতৃত্বে বাঁশবাড়িয়া থেকে একটি বিশাল মিছিল বের হয়ে গাংনী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাংনি বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, মেহেরপুর জেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান, গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মতি মোল্লা, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসাইন সহ গাংনী উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মিছিল থেকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য বিভিন্ন স্লোগান দেন নেতৃবৃন্দরা।
এফপি/অ