কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের অভিযানে ৪০০ বোতল ফেনসিডিল (স্কাফ)সহ রিনা বেগম (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ । রবিবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ধনীগাগলা হিরারকুটি ফকিরটারী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
সোমবার (২৭ অক্টোবর) সকালে গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়িকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত রিনা বেগম ওই এলাকার নূর আমিনের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় রিনা বেগমের বসতবাড়ি তল্লাশি করে ৪০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে তার সহযোগী এক ব্যক্তি পালিয়ে যায়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নং- ১৯/২৭-১০-২০২৫ইং) দায়ের করা হয়েছে।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা বলেন,“মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।”
স্থানীয়দের দাবি, রিনা বেগম দীর্ঘদিন ধরে সীমান্তঘেঁষা এলাকায় ফেনসিডিল কারবারের সঙ্গে জড়িত ছিলেন। পুলিশের এ অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানান তারা।
এফপি/অ