Dhaka, Tuesday | 16 December 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 16 December 2025 | English
বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি
সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন ওসমান হাদি
বিজয় দিবস পালনে জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুত, ৪ স্তরের নিরাপত্তা
সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
শিরোনাম:

রাঙ্গামাটিতে বিজিবি'র মানবিক সহায়তা প্রদান

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ২:৩৬ পিএম  (ভিজিটর : ৩৩০)

রাঙামাটির বরকল উপজেলার সীমান্তবর্তী দুর্গম ছোট হরিণা বিজিবি'র উদ্যোগে এলাকার অসহায় ও দরিদ্র লোকজনের মাঝে মানবিক সহায়তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান প্রদান করা হয়েছে। একইসাথে এলাকার বিভিন্ন সম্প্রদায় ও নেতৃবৃন্দের নিয়ে সম্প্রীতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ছোট হরিণা ব্যাটালিয়নের উদ্যোগে এসব মানবিক সহায়তা প্রদান করা হয়।


বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ছোট হরিণা জোন কমান্ডার লেঃ কর্নেল ইমরুল কায়েস মেহেদী এসব অনুদান প্রদান করেন। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


বিজিবি ছোট হরিণা জোনের পক্ষ হতে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ভূষণছড়া এবং ব্যাটালিয়ন সদরস্থ অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।


অনুদান প্রদানের আগে মতবিনিময় সভায় বিজিবি ছোট হরিণা জোন কমান্ডার লেঃ কর্নেল ইমরুল কায়েস মেহেদী ভূষণছড়া এলাকার সার্বিক পরিস্থিতি উন্নয়নকল্পে ভূষণছড়া বাজার সংলগ্ন স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ, বাজার কমিটির সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃত্ববৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এলাকার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিতকরণ এবং নিরসনকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা ও সম্প্রীতি রক্ষা নিয়ে আলোচনা করেন।


বিজিবি ছোট হরিণা জোনের পক্ষ থেকে ভূষণছড়া এলাকার ভূষণছড়া বাইতুত্বতুর আহলে হাদীস জামে মসজিদ মেরামতের জন্য ১৫ বস্তা সিমেন্ট, ফারুকী-ই-আযম (রাঃ) দাখিল মাদ্রাসায় আর্থিক অনুদান, ফারুকী-ই-আযম (রাঃ) হেফজখানা ও এতিমখানায় খাদ্য সামগ্রী বিতরণ, দারুল উলুম নূরানী তা'লীমুল কুরআন একাডেমীতে আর্থিক অনুদান, দরিদ্র পরিবারের জন্য ০২টি সেলাই মেশিন (স্ট্যান্ডসহ), স্থানীয় ক্ষতিগ্রন্থ বসতবাড়ী মেরামতের জন্য ঢেউটিন এবং দরিদ্র ও অসহায় পরিবারের উন্নত চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। এছাড়াও ছোটহরিণা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ১৩৩টি স্কুল ব্যাগ বিতরণ করা হয়। স্থানীয় পাহাড়ি বাঙালীর মাঝে এসব অনুদান প্রদান করা হয়।


এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝