Dhaka, Thursday | 16 October 2025
         
English Edition
   
Epaper | Thursday | 16 October 2025 | English
রাশিয়া থেকে তেল কিনবে না ভারত, আশ্বস্ত ট্রাম্প
ধর্ম অবমাননার অভিযোগে খুবির ২ শিক্ষার্থীকে বহিষ্কার
৪৪ বছর পর চাকসুর নেতৃত্বে ফিরলো ছাত্রশিবির
পার্বত্য অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার-ভিডিপি অঙ্গীকারবদ্ধ: মহাপরিচালক
শিরোনাম:

সুন্দরগঞ্জে বিশ্ব খাদ্য দিবস উদযাপন

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১২:১৩ পিএম  (ভিজিটর : ২৮)

হাত রেখে হাতে উত্তম খাদ্য ও উন্নত আগামীর পথে- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিশ্ব খাদ্য দিবস উদযাপন করা হয়েছে।


বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা খাদ্য অফিসের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস।


পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আ.ন.ম শিবলী সাদিকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী খোকন রানার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহমেদ লস্কর, উপজেলা আইসিটি কর্মকর্তা কৃঞ্চ চন্দ্র রায়, গণমাধ্যমকর্মী জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সাদেক হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোখলেছুর রহমান, মোবাশ্বের আহমেদ বিপ্লব, কৃষক আব্দুল করিম প্রমুখ।


বক্তারা বলেন, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা উন্নত জাতি গঠনের অন্যতম শর্ত। এজন্য কৃষির আধুনিকায়ন, খাদ্যের অপচয় রোধ এবং সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলা সময়ের দাবি। টেকসই খাদ্যব্যবস্থা গড়ে তুলতে হলে কৃষক, ভোক্তা ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ জরুরি। তবেই দেশ হবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং পুষ্টিতে সমৃদ্ধ।


এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝