শিরোনাম: |
২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা বন্ধে এবং রোগীবান্ধব হাসপাতাল নিশ্চিতকরণসহ বর্তমান তত্ত্বাবধায়কের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় হাসপাতাল প্রাঙ্গণে “মেহেরপুরের সর্বস্তরের জনগণ”-এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “২৫০ শয্যার এই হাসপাতালটি জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠান, অথচ এখানে প্রতিনিয়ত চলছে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা। সাধারণ রোগীরা যথাযথ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”
মানববন্ধনে বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক শাপলা শেখ, এ এস লিটন, আহত জুলাই যোদ্ধা খন্দকার মুইজ উদ্দিন, মাদ্রাসা শিক্ষক আব্দুস সালাম, কলেজ ছাত্র মারুফ ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু, জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, মল্লিকপাড়া যুব সংঘের সভাপতি হাসনাত জামান সৈকত, এনসিপির জেলা কমিটির সদস্য শাওন শেখ প্রমুখ।
বক্তারা আরও বলেন, “হাসপাতালের বিভিন্ন অনিয়মের কারণে রোগীরা চিকিৎসা পেতে হয়রানির শিকার হচ্ছেন। তাই অবিলম্বে তত্ত্বাবধায়কের অপসারণ ও হাসপাতাল প্রশাসনে স্বচ্ছতা ফিরিয়ে আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।”
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা হাসপাতালের প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন।
এফপি/অআ