Dhaka, Monday | 24 November 2025
         
English Edition
   
Epaper | Monday | 24 November 2025 | English
ভূমিকম্পের নারী-শিশুর ওপর মানসিক প্রভাব বেশি
ডেঙ্গু রোগী ৯০ হাজার ছাড়াল
বায়ুদূষণে দ্বিতীয় স্থানে ঢাকা, বাতাস খুবই অস্বাস্থ্যকর
এবার ঘূর্ণিঝড়ের আভাস, আঘাত হানতে পারে কবে?
শিরোনাম:

ডেঙ্গু রোগী ৯০ হাজার ছাড়াল

প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৯:৩৩ এএম  (ভিজিটর : ১২)

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা হলো ৩৬৪। আর চলতি নভেম্বরে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৬ জনের, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ। এদিকে ডেঙ্গু নিয়ে গত ২৪ ঘণ্টায় ৭৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা হলো ৯০ হাজার ২৬৪। স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
গত এক দিনে ডেঙ্গুতে মৃত ব্যক্তিদের মধ্যে পাঁচজন নারী ও তিনজন পুরুষ। তাদের মধ্যে ময়মনসিংহ বিভাগে তিনজন, ঢাকা মহানগরে দুজন এবং বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে একজন করে মারা যায়।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা মহানগরে ২১০ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৪ জন, ঢাকা বিভাগে (মহানগরের বাইরে) ১২১ জন, খুলনা বিভাগে ১১২ জন, বরিশাল বিভাগে ৮৩ জন, রাজশাহী বিভাগে ৪৮ জন, ময়মনসিংহ বিভাগে ৪৪ জন, রংপুর বিভাগে ১৯ জন ও সিলেট বিভাগে সাতজনের ভর্তির তথ্য পাওয়া গেছে।

চলতি নভেম্বরে এ পর্যন্ত হাসপাতালে ২০ হাজার ৪০২ জন ভর্তি এবং ৮৬ জনের মৃত্যু হয়েছে। অক্টোবরে ২২ হাজার ৫২০ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৮০ জনের মৃত্যু হয়। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে দুই হাজার ৪৫৮ জন ডেঙ্গু রোগী।

এর মধ্যে ঢাকার বাইরে এক হাজার ৫৮৫ জন ও ঢাকা মহানগরে ৮৭৩ জন ভর্তি রয়েছে।
চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু ছড়িয়েছে ৬৪ জেলায়। আক্রান্ত বেশি হয়েছে ঢাকা মহানগরে। গতকাল পর্যন্ত আক্রান্ত রোগী ২৭ হাজার ১০১ জন। এরপর বরিশাল বিভাগে আক্রান্ত হয়েছে ২০ হাজার ১৬২ জন।

একক জেলা হিসেবে সবচেয়ে বেশি ৯ হাজার ২১৫ জন আক্রান্ত বরগুনায়।

চট্টগ্রামে গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়েছিল চার হাজার ৩২৩ জন। আর চলতি বছরের জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা চার হাজার ৩৪১। বছর শেষ হতে আরো ৩৮ দিন বাকি। এর আগেই ডেঙ্গু আক্রান্ত রোগী গত বছরকে ছাড়িয়ে গেল। তবে ডেঙ্গুতে প্রাণহানি গত বছরের তুলনায় এবার কম।

গতকাল চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, আগের দিন শনিবার পর্যন্ত চলতি বছরে চট্টগ্রাম নগর ও জেলা মিলে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল চার হাজার ৩০৮ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩৩ জন। সাত মাস ধরে ডেঙ্গু রোগী প্রত্যেক মাসে বেড়ে চলেছে। চলতি মাসে গতকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ৮৩৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে চারজনের। গত বছরের নভেম্বরে ডেঙ্গু রোগী ছিল এক হাজার ২৮ জন। এর মধ্যে ১৬ জনের মৃত্যু হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম জানান, ২০২৪ সালে ডেঙ্গুতে ৪৫ জনের মৃত্যু হয়। চলতি বছরের এ পর্যন্ত (২৩ নভেম্বর) ২৪ জনের মৃত্যু হয়েছে। ২০২৩ সালে চট্টগ্রামে ১৪ হাজার ৮৭ জন আক্রান্ত এবং ১০৭ জনের মৃত্যু হয়েছিল।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের মধ্যে পুরুষ দুই হাজার ২৬০ জন, নারী এক হাজার ২৯১ জন এবং শিশু ৭৯০টি। এর মধ্যে বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ১৪২ জন। মৃত ২৪ জনের মধ্যে পুরুষ ১৩ জন, নারী সাতজন ও শিশু চারটি।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝