বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫ উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ায় “ডায়াবেটিস প্রতিরোধে জনসচেতনতা” শীর্ষক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় সাতকানিয়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের নিজস্ব মিলনায়তনে এ আয়োজন করে সাতকানিয়া ডায়াবেটিক সমিতি।
সভায় সভাপতিত্ব করেন সাতকানিয়া ডায়াবেটিস সমিতির সভাপতি আবুল কালাম শামশুল হক। প্রধান আলোচক ছিলেন সাধারণ সম্পাদক সৈয়দ আবদুল্লাহ ফরহাদ। এ ছাড়া সমিতির সহ সভাপতি আবদুস শুক্কুর, সহ সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওসমান, যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, অডিট সম্পাদক আনোয়ার হোসেনসহ সমিতির কর্মকর্তা, চিকিৎসক ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশের খবর এবং দি ফাইন্যান্সিয়্যাল পোস্ট-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক আ ন ম সানাউল্লাহ এবং চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ দেলওয়ার।
সভাপতি আবুল কালাম শামশুল হক তাঁর বক্তব্যে বলেন “ডায়াবেটিসের ঝুঁকি প্রতিদিন বাড়ছে, কিন্তু সচেতনতা বাড়ছে তার তুলনায় অনেক কম। একটি সমাজ তখনই সুস্থ থাকে যখন মানুষ নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়। সাতকানিয়া ডায়াবেটিক সমিতি দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ কাজটি করে আসছে। আমরা চাই—সাতকানিয়ার প্রতিটি পরিবার ডায়াবেটিস সম্পর্কে জানুক, সচেতন হোক এবং সুস্থ জীবনযাপনে অভ্যস্ত হোক। আমাদের এই উদ্যোগ ভবিষ্যত প্রজন্মকে সুরক্ষিত রাখতে বড় ভূমিকা রাখবে।”
বিশেষ অতিথি সাংবাদিক সানাউল্লাহ বলেন, ডায়াবেটিস এখন বিশ্বজুড়ে নীরব মহামারি হিসেবে ছড়িয়ে পড়ছে। এ বিষয়ে মানুষকে সচেতন করা একান্ত জরুরি। সাতকানিয়ার মতো একটি উপজেলার উদ্যোগে এমন আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়। গণমাধ্যম সবসময় জনস্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির কাজে পাশে থাকবে।
চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ দেলওয়ার বলেন, পরিবার থেকেই ডায়াবেটিস প্রতিরোধের যাত্রা শুরু হয়। খাদ্য নিয়ন্ত্রণ, নিয়মিত হাঁটা, পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণ—এই চারটি বিষয় মেনে চললেই ডায়াবেটিস অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। সাতকানিয়ায় এমন অনুষ্ঠান স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে চিকিৎসক ও পুষ্টিবিদরা ডায়াবেটিসের কারণ, প্রতিরোধ, খাদ্য পরিকল্পনা, শারীরিক ব্যায়াম এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা জানান, প্রাথমিক পর্যায়ে ডায়াবেটিস শনাক্ত করা গেলে জটিলতা অনেক কমানো যায়।
অনুষ্ঠানের অংশ হিসেবে সাতকানিয়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের ২২ বছর পূর্তি উদযাপন করা হয়। অতিথিবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন এবং সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যসচেতনতা বিষয়ক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে ডায়াবেটিস প্রতিরোধে আরও ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হবে এবং গ্রামীণ পর্যায়ে নিয়মিত স্বাস্থ্যসচেতনতা কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।
এফপি/অ