Dhaka, Monday | 24 November 2025
         
English Edition
   
Epaper | Monday | 24 November 2025 | English
ভূমিকম্পের নারী-শিশুর ওপর মানসিক প্রভাব বেশি
ডেঙ্গু রোগী ৯০ হাজার ছাড়াল
বায়ুদূষণে দ্বিতীয় স্থানে ঢাকা, বাতাস খুবই অস্বাস্থ্যকর
এবার ঘূর্ণিঝড়ের আভাস, আঘাত হানতে পারে কবে?
শিরোনাম:

মাদারীপুর-৩ আসনে মানুষের উন্নয়নে কাজ করব: শহিদুল ইসলাম

প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ১২:১৯ পিএম  (ভিজিটর : ৪)

মাদারীপুর সদর উপজেলার ৫ ইউনিয়ন, কালকিনি ও ডাসার উপজেলা নিয়ে মাদারীপুর -৩ সংসদীয় আসন গঠিত হয়। এই আসনের মানুষের উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন সন্ত্রাস ও মাদকমুক্ত, অবৈধ দখলের মুক্ত, ভূমি দস্যুদের উচ্ছেদ করে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর, কেন্দুয়া, খোয়াজপুর, ঝাউদী ও ঘটমাঝি ইউনিয়ন সহ কালকিনি ও ডাসার উপজেলাকে আধুনিক সমাজ ব্যবস্থা হিসেবে গড়ে তোলা হবে। 

সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা ও তাদের নিরাপত্তা বিধানের জন্য সময়োপযোগী ব্যবস্থা গ্রহণ সহ কালকিনি ও ডাসার উপজেলায় আধুনিক প্রেসক্লাব ভবন নির্মাণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও আধুনিক মাদারীপুর -৩ আসনের স্বপ্নদ্রষ্টাা মোঃ শহিদুল ইসলাম হাওলাদার। 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মাদারীপুর জেলা কমিটির প্রধান সমন্বয়কারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের হামলা মামলার স্বীকার কর্মী বান্ধব সংগঠক গণমানুষের আস্থা-ভরসার অভিভাবক জননেতা মোঃ শহিদুল ইসলাম হাওলাদার সাংবাদিকের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন এলাকার মানুষের কর্মচাঞ্চল্য ফিরিয়ে আনার জন্য এনসিপি এর পক্ষ থেকে আগামী দিনে সব রকম কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মাদারীপুর-৩ আসনে হেলিকপ্টার মার্কা নিয়ে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মোঃ শহিদুল ইসলাম হাওলাদার বলেন, পতিত আওয়ামীলীগ সরকারের আমলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসনে এমপি প্রার্থী হিসেবে নির্বাচন করে ছিলাম, বিজয় নিশ্চিত জেনে আমার ওপর হামলা করে ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসররা। মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়। এখানেই ক্ষান্ত হয়নি, ফ্যাসিবাদের দোসররা শারীরিক মানসিক নির্যাতন করে। 

তিনি আরো জানান মাদারীপুর -৩ সংসদীয় এলাকার মাদকমুক্ত, সন্ত্রাস দমনে ইতিমধ্যে প্রশাসনের সাথে কথা বলে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সুস্থ সুন্দর অবাধ গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচনের জন্য তিনি মাদারীপুর সদর, কালকিনি ও ডাসার উপজেলার সর্বস্তরের মানুষের কাছে সার্বিক সহযোগিতা চান। তিনি বলেন ভোটার বিহীন নির্বাচন বাংলার মাটিতে আর হবে না। শিল্প অধ্যুষিত মাদারীপুর এলাকার বন্ধকৃত সকল শিল্প প্রতিষ্ঠানের প্রাণচাঞ্চল্য ফিরি আনার জন্য কার্যকার ব্যবস্থা গ্রহণ করা হবে কোন প্রতিষ্ঠান বন্ধ থাকবে না শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টিসহ মানুষের জীবনমান উন্নয়নের জন্য এনসিপি এর পক্ষ থেকে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি এ বিষয়ে সাংবাদিকদের ক্ষুরধার লেখনীর মাধ্যমে সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এনসিপি কে সহযোগিতা করার আহব্বান জানান।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝