খুলনা মহাগনরীতে মশার বংশবিস্তার রোধে প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন সকালে ৪ ঘন্টা হ্যান্ড স্প্রে এবং উড়ন্ত মশা নিধনে বিকেলে ৪ ঘন্টা ফগার মেশিনের মাধ্যমে নির্ধারিত ঔষধ স্প্রে করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে এক সভায় এ নির্দেশনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসি'র প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমান।
সভায় বলা হয়, খুলনা মহাগনরীতে মশক নিধনে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শীত মৌসুমের পূর্বে মশার প্রজনন বৃদ্ধি পায়। ফলে মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকনগুনিয়া সংক্রমণের হারও বেড়ে যায়। নগরীতে ডেঙ্গু ও চিকনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে কেসিসি'র কঞ্জারভেন্সী বিভাগ এ কর্মসূচি গ্রহণ করেছে।
গৃহীত কর্মসূচির আওতায় স্প্রেম্যানদের নিজ নিজ ওয়ার্ড এলাকায় মশার বংশবিস্তার রোধে সকালে ৪ ঘন্টা হ্যান্ড স্প্রে এবং উড়ন্ত মশা নিধনে বিকেলে ৪ ঘন্টা ফগার মেশিনের মাধ্যমে নির্ধারিত ঔষধ স্প্রে করার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া ওয়ার্ডসমূহে পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত শ্রমিকদরে আগামী ৭ দিনের মধ্যে ওয়ার্ডের সকল ড্রেন ও সড়কের পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নির্দেশ দেয়া হয়। সভায় কেসিসি'র পাশাপাশি নিজ নিজ বাড়ির আঙ্গিনা ও বদ্ধ জলাশয় পরিচ্ছন্ন রাখার জন্য নগরবাসীর প্রতিও আহবান জানানো হয়।
প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আনিসুর রহমান ও মো: অহিদুজ্জামান খান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ সহ সহকারী কঞ্জারভেন্সী অফিসার, ওয়ার্ড সুপারভাইজার, স্প্রেম্যান ও পরিচ্ছন্নতাকর্মীগণ সভায় উপস্থিত ছিলেন।
এফপি/অ