শিরোনাম: |
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়পুরহাট জেলা কমিটির প্রধান সমন্বয়ক ফিরোজ আলমগীর পদত্যাগ করেছেন। সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় দলের আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র দিয়েছেন তিনি। পদত্যাগপত্রে তিনি দলের সাম্প্রতি কর্মকান্ড ও অবস্থান নিয়ে অসন্তোষের কথা উল্লেখ করেছেন।
পদত্যাগপত্রে ফিরোজ আলমগীর লিখেছেন, সম্প্রতি এনসিপির বিভিন্ন কার্যক্রম ও সিদ্ধান্ত বিপ্লবের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। বিশেষ করে চিহ্নিত আওয়ামী লীগ নেতাকর্মীদের দলে নেওয়ার বিষয়ে দলের অবস্থান তাঁর ব্যক্তিগত আদর্শ ও মূল্যবোধের পরিপন্থী। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, আমি আশা করেছিলাম, বিপ্লব পরবর্তী সময়ে এনসিপি নতুন ধারার রাজনীতি শুরু করবে। কিন্তু বর্তমানে দলটি গতানুগতিক রাজনৈতিক নীতি গ্রহণ করেছে, যা আমাকে মর্মাহত করেছে।
তিনি এনসিপির প্রতি আহ্বান জানিয়ে লিখেছেন, দলটি যেন আন্দোলন শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের ত্যাগকে শ্রদ্ধা জানায় এবং জেলা পর্যায়ের জনমতের ভিত্তিতে কাজ করে। শুধুমাত্র কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী দল পরিচালনার মানসিকতা পরিহার করে আন্দোলনে আহতদের ও জেলা পর্যায়ের জনমতের পরার্শকেন্দ্রীক কাজ করে। ফিরোজ আলমগীর তাঁর পদত্যাগপত্রে আরও লিখেছেন, বর্তমান প্রেক্ষাপটে আমি এনসিপির কার্যক্রমের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখতে পারছি না। তাই পদ ও দলের সব কার্যক্রম থেকে পদত্যাগ করছি।
রাতে ফিরোজ আলমগীর মুঠোফোনে দল থেকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি। সেখানে পদত্যাগের কারণ উল্লেখ করেছি।
এনসিপির জয়পুরহাট জেলা কমিটির যুগ্ম সমন্বয়ক ওমর আলী বাবু জানান, আমি জানতে পেরেছি জেলার প্রধান সমন্বয়ক ফিরোজ আলমগীর কেন্দ্রীয় কমিটির নিকট পদত্যাগের চিঠি দিয়েছেন। তার অভিযোগের বিষয়গুলির ব্যাপারে আমি কিছু বলতে পারবোনা।
এফপি/অআ