‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ স্লোগানকে সামনে রেখে মাগুরার শ্রীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে রবিবার সকালে উপজেলা প্রশাসন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে র্যালিটি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ও দেশের মানুষকে সচেতন করার লক্ষ্যে শ্রীপুর মিনি স্টেডিয়াম মাঠে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো দুর্যোগে করণীয় বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুন্জন বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন পাপন, উপজেলা আনসার-ভিডিপি কমান্ডার নারগিস পারভীন, শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার শামসুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, উপজেলা প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী, উপজেলা সহকারী প্রকৌশল কর্মকতা অমিতাভ সরকার, উপজেলা বি আর ডি বি কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, উপজেলা পল্লী সঞ্চয় কর্মকর্তা বিধান কুমার দাস, উপজেলা আইসিটি অফিসার মাফুজুর রহমান, উপজেলার সহকারী প্রকৌশলী মোজ্জাম্মেল হক, দারিয়াপুর ইউনিয়নের গোলাম মওলা, গয়েশপুরের প্যানেল চেয়ারম্যান হাসিনা খাতুনসহ অন্যরা।
এফপি/এমআই