| শিরোনাম: |

শেরপুর জেলার শ্রীবরদী সীমান্তে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯বিজিবি) এর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পন্ডস ফেস ওয়াশ জব্দ করা হয়েছে। রোববার (১২অক্টোবর) দুপুরে উপজেলার খাড়ামোড়া সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তির সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়নের একটি টহল দল দুপুর ১২টার দিকে খাড়ামোড়া সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় অভিনব কৌশলে ভারতীয় পন্ডস ফেস ওয়াশ পাচারের চেষ্টা করছিল চোরাকারবারীরা।
টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ২হাজার ৩শত ৪ পিস ভারতীয় পন্ডস ফেস ওয়াশ জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৫২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থান বজায় রেখেছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।
এফপি/অআ
কালীগঞ্জে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন
ডাকাত দলের আস্তানা থেকে অস্ত্র গোলাবারুদ সহ জিম্মি ৮ জেলে উদ্ধার
বিজয় দিবস উদযাপনে ফুলবাড়ী কলেজে বালিশ পাচার, কুইজ ও ফুটবল ম্যাচ
বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহর শাহাদাত বার্ষিকী পালন
মানবাধিকার দিবসে কৃষিনীতি বাস্তবায়নের দাবিতে নারী কৃষকদের মানববন্ধন