শিরোনাম: |
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসময় ১টি একনলা বন্দুক,দুই রাউন্ড গুলি ও তিনটি গুলির খোসা উদ্ধার করতে সক্ষম হয়। তবে কাউকে আটক করতে পারেনি।
রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-১৫ ব্লকের মরাপাহাড়ের এ অভিযান চালানো হয়। আর্মড পুলিশ ব্যাটালিয়ান সুত্রে জানা যায় একদল অজ্ঞাতপরিচয় সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসীরা অবস্থান নেন। এমন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলির খোসা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল হক সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন এপিবিএন পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র-গুলি উদ্ধার করেন।
৮ এপিবিএন-এর মিডিয়া কর্মকর্তা জানান, ক্যাম্প এলাকায় সন্ত্রাস ও অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এফপি/অআ