শিরোনাম: |
কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে নৌবাহিনী। এসময় ১টি বিদেশি পিস্তল, ১টি তাজা পিস্তল বুলেট, ১ টি দেশীয় তৈরী শটগান, ৫ রাউন্ড তাজা শটগান কার্তুজ ও ৯টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়।এসময় কাউকে আটক করতে পারেনি।
গত শুক্রবার (১০ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আব্দুল খালেকের বাড়িতে তল্লাশি চালিয়ে বাড়ির আঙিনায় মাটির নিচে অভিনব কায়দায় লুকানো অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। নৌবাহিনীর এক কর্মকর্তা জানান, “অপরাধ দমনে বাংলাদেশ নৌবাহিনী বরাবরই কঠোর অবস্থানে রয়েছে। সন্ত্রাস, অবৈধ অস্ত্র এবং মাদক নির্মূলে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
বাংলাদেশ নৌবাহিনীর এই কার্যকরী অভিযানে স্থানীয় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং নিয়মিত এই ধরনের তৎপরতা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
এফপি/অআ