শিরোনাম: |
জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নে লাইসেন্সবিহীনভাবে ওষুধ ও প্রিমিক্স উৎপাদনের দায়ে একটি প্রতিষ্ঠান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার জলাটুল গ্রামে প্রাণিসম্পদ দপ্তর, ভোক্তা অধিদপ্তর ও নিরাপদ খাদ্য দপ্তরের যৌথ অভিযানে সৌদি বাংলা এগ্রোভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে ভুয়া কোম্পানি হিসেবে শনাক্ত করা হয়। প্রাণিসম্পদ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই মানহীন ভেটেরিনারি ওষুধ ও প্রিমিক্স উৎপাদনের দায়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।
এ সময় ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন জয়পুরহাট প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মেহেদি হাসান, নিরাপদ খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. রাসেল।
এ বিষয়ে জয়পুরহাট সদর প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. জিয়াউর রহমান জানান, জয়পুরহাট সদরের জলাটুলে আবু সাইমের সৌদি বাংলা এগ্রোভেট লিমিটেড নামে প্রতিষ্ঠানটি অনুমোদন বিহীন। তার কোন এক্সপার্ট নেই (কেমিস্ট)। বিভিন্ন উপকরণ ইচ্ছামত অনুপাতে মিশ্রিত করে এবং বিভিন্ন কালারিং রিয়েজেন্ট ব্যবহার করে, কোন ল্যাব টেস্ট করে না। এমনকি লাইসেন্স না নিয়েও সে ডিএলএস নাম্বার ব্যবহার করেছে। এমন অপরাধে প্রতিষ্ঠানটি বন্ধ করে সিলগালা করে দেয়া হয়েছে।
এফপি/অআ