ফিলিপাইনের মধ্যাঞ্চলে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পে অনেক ভবন ধসে পড়েছে এবং সেবু দ্বীপে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজ চলমান থাকায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টা ৫৯ মিনিটে দ্বীপের উত্তর প্রান্তে বোগো শহরের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। এই শহরে প্রায় ৯০ হাজার মানুষের বসবাস করে।
সরকারের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কাউন্সিল বুধবার ভোর পর্যন্ত ২৬ জন নিহত ও ১৪৭ জন আহতের তালিকা করেছে। এছাড়াও ২২টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে, বোগো ও নিকটবর্তী সান রেমিজিও এলাকায় স্থানীয় উদ্ধারকারীরা মৃত্যুর খবর জানিয়েছিলেন।
সান রেমিজিও ও বোগোতে উদ্ধার তৎপরতার কথা উল্লেখ করে প্রাদেশিক উদ্ধার কর্মকর্তা উইলসন রামোস বলেন, ধসে পড়া ভবনের নিচে মানুষ আটকা থাকতে পারে। তিনি আরো বলেন, অন্ধকার ও আফটারশকের কারণে রাতভর উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হয়েছে।
ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের পর অঞ্চলটিতে ৩৭৯টি আফটারশক অনুভূত হয়েছে।
ফিলিপাইনের ন্যাশনাল গ্রিড কর্পোরেশন জানিয়েছে, ভূমিকম্পের ফলে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। যার কারণে সেবু ও কাছাকাছি কেন্দ্রীয় দ্বীপপুঞ্জজুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও মধ্যরাতের কিছুক্ষণ পরেই সেবু ও আরো চারটি প্রধান কেন্দ্রীয় দ্বীপে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা হয়।
সেবুর অগ্নিনির্বাপক কর্মী জোই লিগুইড বলেন, ‘আমাদের স্টেশনে আমরা কম্পন অনুভব করেছি, এটি এত শক্তিশালী ছিল। আমরা আমাদের লকারটি বাম থেকে ডানে সরে যেতে দেখেছি। কিছুক্ষণের জন্য আমাদের মাথা ঘোরা অনুভব হয়েছিল কিন্তু আমরা এখন ঠিক আছি।’
এফপি/অআ