যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপে ভয়াবহ বন্দুক হামলা ও অগ্নিসংযোগে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে ‘চার্চ অব জিসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেইন্টস’-এ প্রার্থনার সময় এই হামলা ঘটে।
পুলিশ জানিয়েছে, হামলাকারী একটি পিকআপ ট্রাক চালিয়ে গির্জার মূল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর অ্যাসল্ট-স্টাইল রাইফেল দিয়ে নির্বিচারে গুলি চালাতে থাকে। একই সঙ্গে গ্যাসোলিন জাতীয় দাহ্য পদার্থ ছড়িয়ে ভবনে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে উপস্থিত শত শত মানুষ আতঙ্কে ছুটোছুটি শুরু করলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
হামলার খবর পাওয়ার মাত্র আট মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলি চালিয়ে হামলাকারীকে ঠেকায়। সকাল ১০টা ৩৩ মিনিটে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়।
নিহত হামলাকারীর নাম থমাস জেকব স্যানফোর্ড, বয়স ৪০। তিনি মিশিগানের বার্টন এলাকার বাসিন্দা। জানা গেছে, স্যানফোর্ড সাবেক মার্কিন মেরিন সদস্য এবং ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত ইরাক যুদ্ধে অংশ নিয়েছিলেন। পুলিশ তার গাড়ি থেকে দুটি আমেরিকান পতাকা এবং সন্দেহজনক বিস্ফোরক সামগ্রী উদ্ধার করেছে। তবে তার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।
গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপ পুলিশের প্রধান উইলিয়াম রেনি জানিয়েছেন, আগুনে গির্জার ভেতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভবনের ধ্বংসাবশেষে আরও হতাহতের খবর পাওয়া যেতে পারে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনাকে পুলিশ “টার্গেটেড ভায়োলেন্স” বা লক্ষ্যভিত্তিক সহিংসতা হিসেবে তদন্ত করছে। তবে হামলাকারীর উদ্দেশ্য বা লক্ষ্য কারা ছিলেন তা এখনও নিশ্চিত করা যায়নি।
মিশিগানের গভর্নর এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
এফপি/রাজ