Dhaka, Thursday | 30 October 2025
         
English Edition
   
Epaper | Thursday | 30 October 2025 | English
ফেসবুকে হ্যাঁ-না পোস্টের প্রতিযোগিতা
শনিবার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন
ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস
স্বর্ণের ভরি আবারও ২ লাখের ওপরে
শিরোনাম:

শেরপুরে র‌্যাবের অভিযানে মাদকদ্রব্যসহ ৬ মাদক কারবারি আটক

প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২১ পিএম  (ভিজিটর : ৮২)

শেরপুরে পৃথক অভিযানে ফেন্সিডিল ও বিদেশী মদসহ ছয় মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪। এ সময় তাদের কাছ থেকে ১০০ বোতল ফেন্সিডিল, ৩৬ বোতল বিদেশী মদ, মোবাইল ফোন এবং নগদ অর্থ উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৯সেপ্টেম্বর) রাত ৮টা ৫ মিনিটে শেরপুর পৌরসভার ৯নং ওয়ার্ড খোয়ারপাড় সংলগ্ন মিনহা স্টোরের সামনে চেকপোস্ট পরিচালনা করা হয়। 

এ সময় বকশীগঞ্জ থেকে শেরপুরগামী যাত্রীবাহী সিএনজি থামিয়ে তল্লাশি চালালে মাদক কারবারি গাজীপুর জেলার মো. সোহেল রানা (৩৫), দিনাজপুর জেলার মোছা. সুমি আক্তার (২৮) ও মোছা. বৃষ্টি আক্তারকে (২৮) আটক করা হয়। তাদের হেফাজত থেকে ১০০ বোতল ফেন্সিডিল, ৪টি মোবাইল ফোন এবং ক্রয়-বিক্রয়ের নগদ ১৯ হাজার ৫শত টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।

অপরদিকে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে শেরপুর পৌরসভার ৭নং ওয়ার্ড গৌরিপুর এলাকায় তাহফিজুল কুরআন মাদ্রাসার সামনে আরেকটি অভিযান চালায় র‌্যাব। এ সময় শেরপুর জেলার মো. রেজাউল মিয়া (৪০), মো  জহির মিয়া (৩২) ও মো. মামুন শেখকে (৩৫) আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩৬ বোতল বিদেশী মদ, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৪৪ হাজার টাকা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝