Dhaka, Tuesday | 29 April 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 29 April 2025 | English
‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: শফিকুল আলম
নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা
রাজনৈতিক সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটাধিকার সম্ভব নয়: সিইসি
বনশ্রীর মেরাদিয়ায় কোরবানির পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট
শিরোনাম:

মানিকগন্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খান রিতা

প্রকাশ: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৩৮ পিএম  (ভিজিটর : ২৫৯)
আফরোজা খান রিতা। ছবি: প্রতিনিধি

আফরোজা খান রিতা। ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জ  জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে সাত সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। নতুন আহ্বায়ক কমিটিতে আফরোজা খান রিতাকে আহ্বায়ক করা হয়েছে।

আহ্বায়ক কমিটি অন্যান্য সদস্যবৃন্দরা হলেন- এস এ জিন্নাহ কবির, অ্যাডভোকেট আজাদ হোসেন খান, আতাউর রহমান আতা, অ্যাডভেকেট আফম নুরতাজ আলম বাহার, সত্যেন কান্ত পন্ডিত ভজন এবং গোলাম আরেফিন কায়সার।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নতুন আহ্বায়ক কমিটিতে সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মানিকগঞ্জ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি বিষয়টি জানা গেছে।

এ বিষয়ে জেলা বিএনপির নবাগত আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির বলেন, ‘নতুন আহ্বায়ক কমিটিতে আমাকে সদস্য হিসেবে দায়িত্ব দেওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নতুন কমিটির সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

তিনি বলেন, নতুন কমিটিতে দল আমাকে যে দায়িত্ব দিয়েছে সেটা বাস্তবায়নের লক্ষ্যে সকল কর্মসূচিতে আমি দলের নেতা-কর্মীদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। অতীতের ন্যায় দলের প্রতি অনুগত ও বিশ্বস্ততার সঙ্গে দলকে এগিয়ে নিয়ে যেতে কাজ করেছি, তেমনি নতুন এই কমিটির প্রতিও সার্বিক সহযোগিতা থাকবে এবং জেলা বিএনপিকে আরও সুসংগঠিত করে শক্তিশালী করার জন্য কাজ করবো। আমি বিশ্বাস করি, আগামী তিন মাসের মধ্যে মানিকগঞ্জ জেলা বিএনপির পূণাঙ্গ কমিটি গঠনের জন্য এই নবাগত আহ্বায়ক কমিটির সকলেই একযোগে ঐক্য বজায় রেখে কাজ করবে।

এফপি/এমআই
বিষয়:  মানিকগঞ্জ   বিএনপি  
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝