গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হওয়া নুরুল হুদা (৩৮) নামে আরো এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা পৌনে তিনটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। অগ্নিকান্ডের তার শরীরের ১০০ শতাংশই দগ্ধ হয়েছিল। টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত নুরুল হুদা ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার আব্দুল মনসুরের ছেলে ৷ তিনি টঙ্গী ফায়ার স্টেশনে ফায়ার ফাইটার পদে কর্মরত ছিলেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম জানান, মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফায়ার ফাইটার নরুল হুদা মৃত্যু বরণ করেন। তার পরিবারের লোকজন রয়েছে সেখানে। সব জটিলতা শেষ করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
এর আগে ২৩ সেপ্টেম্বর বিকেল তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অগ্নিদগ্ধ ফায়ার ফাইটার শামিম আহমেদ।
উল্লেখ্য সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় ফেমাস কেমিক্যাল নামে একটি প্রতিষ্ঠানের রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এসময় কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ হয়ে চারজন ফায়ার সার্ভিসের কর্মীসহ মোট পাঁচজন দগ্ধ হন।
এফপি/রাজ