Dhaka, Tuesday | 16 December 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 16 December 2025 | English
বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি
সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন ওসমান হাদি
বিজয় দিবস পালনে জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুত, ৪ স্তরের নিরাপত্তা
সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
শিরোনাম:

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সিজিএস মেজর জেনারেল কে এম আব্দুল ওয়াহেদের ইন্তেকাল

প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০০ পিএম  (ভিজিটর : ৫০)

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) মেজর জেনারেল কে এম আব্দুল ওয়াহেদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘ ২০ দিন সিএমএইচ-এ লাইফ সাপোর্টে থাকার পর আজ বিকেল ৫টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম খাতের আলী বিশ্বাসের সেজো ছেলে মেজর জেনারেল ওয়াহেদ সেনা ক্যারিয়ারে সততা, দক্ষতা ও নীতি-নৈতিকতার জন্য পরিচিত ছিলেন। তিনি এরশাদ সরকারের শুরুর দিকে যশোর জোনের ZMLA এবং পরবর্তীতে ঢাকা জোনের ZMLA হিসেবে দায়িত্ব পালন করেন। সেনা প্রধানের ঘনিষ্ঠ সহকারী হিসেবে সিজিএসের দায়িত্বেও তিনি সর্বোচ্চ দক্ষতা প্রদর্শন করেন। এরশাদ সরকারের পতনের সময়ে তিনি আমেরিকায় ১৫ মাসের প্রশিক্ষণে ছিলেন।

ঢাকায় অনুষ্ঠিত প্রথম সার্ক সম্মেলন ও সাফ গেমসের নিরাপত্তা ও প্রশাসনিক দায়িত্ব তিনি অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন করেন। সেনাবাহিনীর বিধিবিধান শতভাগ মেনে চলা এবং নীতি-নৈতিকতার প্রশ্নে আপোষহীন অবস্থান ছিল তাঁর জীবন দর্শনের অন্যতম বৈশিষ্ট্য।

পারিবারিক সূত্রে জানা গেছে, মেজর জেনারেল ওয়াহেদের নোয়া ভাই ছিলেন মরহুম আব্দুল খালেক চন্টু, যিনি কুষ্টিয়া সদর-৩ আসন থেকে বিএনপির টিকিটে ১৯৯১ ও ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তাঁদের পাঁচ ভাইয়ের মধ্যে অবশিষ্ট তিনজনই বুয়েটের সুনামধন্য প্রকৌশলী হিসেবে দেশে-বিদেশে খ্যাতি অর্জন করেছেন।

প্রবীণ এই সেনা কর্মকর্তার ইন্তেকালে সেনাবাহিনীর কর্মকর্তা, রাজনৈতিক অঙ্গন এবং কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝