বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) মেজর জেনারেল কে এম আব্দুল ওয়াহেদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘ ২০ দিন সিএমএইচ-এ লাইফ সাপোর্টে থাকার পর আজ বিকেল ৫টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম খাতের আলী বিশ্বাসের সেজো ছেলে মেজর জেনারেল ওয়াহেদ সেনা ক্যারিয়ারে সততা, দক্ষতা ও নীতি-নৈতিকতার জন্য পরিচিত ছিলেন। তিনি এরশাদ সরকারের শুরুর দিকে যশোর জোনের ZMLA এবং পরবর্তীতে ঢাকা জোনের ZMLA হিসেবে দায়িত্ব পালন করেন। সেনা প্রধানের ঘনিষ্ঠ সহকারী হিসেবে সিজিএসের দায়িত্বেও তিনি সর্বোচ্চ দক্ষতা প্রদর্শন করেন। এরশাদ সরকারের পতনের সময়ে তিনি আমেরিকায় ১৫ মাসের প্রশিক্ষণে ছিলেন।
ঢাকায় অনুষ্ঠিত প্রথম সার্ক সম্মেলন ও সাফ গেমসের নিরাপত্তা ও প্রশাসনিক দায়িত্ব তিনি অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন করেন। সেনাবাহিনীর বিধিবিধান শতভাগ মেনে চলা এবং নীতি-নৈতিকতার প্রশ্নে আপোষহীন অবস্থান ছিল তাঁর জীবন দর্শনের অন্যতম বৈশিষ্ট্য।
পারিবারিক সূত্রে জানা গেছে, মেজর জেনারেল ওয়াহেদের নোয়া ভাই ছিলেন মরহুম আব্দুল খালেক চন্টু, যিনি কুষ্টিয়া সদর-৩ আসন থেকে বিএনপির টিকিটে ১৯৯১ ও ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তাঁদের পাঁচ ভাইয়ের মধ্যে অবশিষ্ট তিনজনই বুয়েটের সুনামধন্য প্রকৌশলী হিসেবে দেশে-বিদেশে খ্যাতি অর্জন করেছেন।
প্রবীণ এই সেনা কর্মকর্তার ইন্তেকালে সেনাবাহিনীর কর্মকর্তা, রাজনৈতিক অঙ্গন এবং কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে।
এফপি/রাজ