Dhaka, Saturday | 20 September 2025
         
English Edition
   
Epaper | Saturday | 20 September 2025 | English
মানুষের অধিকার নিশ্চিত করাই প্রকৃত গণতন্ত্র : ড. মঈন খান
আমেরিকার সিকিউরিটি ডিভাইসের মাদারবোর্ড রপ্তানি করছে ওয়ালটন
নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ, দু’দিন পর নদীতে মিলল মরদেহ
আবাসন খাত রক্ষাই অর্থনীতির সুরক্ষা
শিরোনাম:

জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই

প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৩ এএম  (ভিজিটর : ৩৮)

জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ বিভিন্ন দাবিতে খুলনায় ইসলামী আন্দোলনের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় খুলনা মহানগরীর নিউমার্কেট বাইতুন নুর চত্বরে আয়োজিত মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন দলের খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ এবং পরিচালনা করেন নগর সেক্রেটারি মুফতি ইমরান হুসাইন।

সমাবেশে সভাপতির বক্তব্যে মুফতি আমানুল্লাহ বলেন, জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে, এতো রক্তক্ষয়ী একটি গৌরবময় গণঅভ্যুত্থানের পরে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা, হত্যাকারীর বিচার করা এবং ফ্যাসিবাদের দোসরদের উৎপাত বন্ধ করার মতো গণদাবি নিয়ে রাজপথে আন্দোলন করা লাগবে তা চিন্তাও করি নি।

তিনি বলেন, পিআর নিয়ে আমরা বহু বছর ধরে আন্দোলন করে আসছি। দেশের অধিকাংশ মানুষ পিআর চায় এই মর্মে একাধিক জরিপে উঠে এসেছে। এখন পিআর নিয়ে আমরা রাজপথে আন্দোলন করতে চাই না। বিএনপি যদি জনতার ওপরে আস্থা রাখতে পারে তাহলে পিআর এ তাদের সমস্যা কি? তারা ৯০% ভোট পেয়ে ২৭০ আসন নিয়ে এককভাবে দেশে পরিচালনা করুক; আমাদের তো সমস্যা নেই। বিএনপি জনতার ওপরে আস্থা রাখতে পারছে না কেন? আপনারা পিআর প্রশ্নে গণভোট দেন। জনতা যদি পিআরের পক্ষে মত না দেয় তাহলে আমরাও আর দাবি করবো না।

গণসমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, নগর সিনিয়র সহ সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি আবু তাহের, হাফেজ আব্দুল লতিফ, মাওলানা আবু সাঈদ, মাওঃ দ্বীন ইসলাম, মোঃ ইমরান হোসেন মিয়া, মোঃ শফিকুল ইসলাম, মাওলানা হারুন-রশিদ, মাওঃ সাইফুল ইসলাম ভূইয়া, শেখ মোহাম্মদ মহিবুল্লাহ, মোঃ তরিকুল ইসলাম কাবির, মোহাম্মদ রফিকুল ইসলাম ইস্কান্দার, মেহেদী হাসান সৈকত, আবু দাউদ শেখ, মোঃ হুমায়ুন কবির সহ প্রমূখ।

এফপি/অআ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝