কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুর থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৭টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের মুজিব কিল্লা পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের নাম রাজিয়া সুলতানা (৩৩)। তিনি একই এলাকার মো. ইলিয়াছের স্ত্রী ও করিম দাদের মেয়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেল, ভোরের সময় সুলতানাকে ভাসমান অবস্থায় স্বামীর বসতবাড়ির পশ্চিম পাশের পুকুরে দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
এ বিষয়ে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন জানান, "সকাল সাড়ে ৭টার দিকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খবর পেয়ে এসআই (নিরস্ত্র) প্রবাল সিনহা ঘটনাস্থলে যান। পরবর্তীতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এফপি/রাজ