চাঁদপুরে ইলিশ মৌসুমের শেষ দিকে এসে জমে উঠেছে বাজার। ছুটির দিনে বড়স্টেশন মাছঘাটে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেলেও সরবরাহ কম থাকায় দাম আকাশছোঁয়া। এতে সাধারণ ক্রেতারা ইলিশ কেনায় হিমশিম খাচ্ছেন।
ক্রেতাদের অভিযোগ, স্থানীয় বাজারে সরবরাহ কম হলেও সরকার প্রতিবেশী দেশে স্বল্প দামে ইলিশ রপ্তানি করছে। ঢাকা থেকে আসা জাহিদুল ইসলাম বলেন, “ঢাকায় ইলিশের দাম তুলনামূলক কম। অথচ আমরা দেশেই ইলিশ খেতে পারি না, সরকার আবার বাইরে পাঠাচ্ছে। দাম নিয়ন্ত্রণে সরকারের নজর দেওয়া উচিত।”
ইলিশ ব্যবসায়ী নবীর হোসেন জানান, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বড়স্টেশন মাছঘাটে সরবরাহ ছিল মাত্র ৩০০ মণ। অথচ ভরা মৌসুমে এ সময়ে সরবরাহ থাকত এক থেকে দেড় হাজার মণ। বর্তমানে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকায়, আর ৭০০–৮০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ২ হাজার টাকায়।
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, “ইলিশ রপ্তানির কারণে দাম বাড়েনি, মূল সমস্যা সরবরাহ কমে যাওয়া। মৌসুমের শেষ কয়েক দিনে সরবরাহ কিছুটা বাড়তে পারে।”
এফপি/এমআই