Dhaka, Monday | 17 November 2025
         
English Edition
   
Epaper | Monday | 17 November 2025 | English
চাহিদায় ভাটা, বিক্রি কমছে স্বর্ণের
ঢাকায় বয়ছে শীতের হাওয়া তাপমাত্রা ১৯ ডিগ্রিতে
“রায়ের দু’চোখে উত্তপ্ত ঢাকা: ন্যায়, নিরাপত্তা এবং ভয়”
ডেঙ্গুতে আজও ৫ জনের মৃত্যু হয়েছে
শিরোনাম:

কিশোরগঞ্জে টাইফয়েড টিকা পাচ্ছে ৬৮৮৯২ শিশু

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৩ পিএম  (ভিজিটর : ৩৩৮)

নীলফামারীর কিশোরগঞ্জে টাইফয়েড টিকা পাচ্ছেন ০৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৬৮৮৯৩ শিশু। উপজেলা স্বাস্থ্য বিভাগ হলরুমে সভায় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা: নীল রতন দেব এ তথ্য জানান।

বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে টাইফয়েড টিকাদান ক্যাম্পেউন উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কমিটির সদস্য ডাঃ ফুয়াদ ইবনে মাহফুজ, ওসি আশরাফুল ইসলাম, শিক্ষা অফিসার আশরাফ উজ জামান, সমাজসেবা অফিসার জাকির হোসেন, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ, ইসলামীক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার শরিফুল ইসলাম প্রমুখ।

এর আগে টাইফয়েড টিকা সম্র্পকে প্রেজেন্টেশন উপস্থাপন করেন কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আবাসিক চিকিৎসক ডাঃ ফুয়াদ ইবনে মাহফুজ। এতে জানানো হয় আগামী ১২ অক্টোবর থেকে ১৮ কর্ম দিবসব্যাপী এ টিকা প্রদান করা হবে। ০৯ মাস থেকে ১৫ বছর বয়সী এবং প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল শিশু এ টিকা পাবেন।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নীল রতন জানান,  উপজেলায় টাইফয়েড টিকা ৬৮ হাজার ৮৯৩ শিশু পাবে। এ জন্য সকল বিদ্যালয়, মাদ্রসা, এতিমখানা, কমিউনিটিতে টিকার রেজিস্ট্রেশন চলছে। আগামী ১২ অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝